#কলকাতা: সল্টলেকে শুরু হয়েছে ৪৪তম আন্তর্জাতিক বইমেলা। বর্তমান সময়ে নাগরিক আন্দোলন ক্রমেই বড় আকার নিচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে কলকাতা বইমেলাও বাদ রইল না নাগরিক উত্তাপ থেকে।বৃহস্পতিবার বইমেলাকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিলেন বেশকিছু গণসংগঠন। মহাত্মা গান্ধির প্রয়াণ দিবসে সব সম্প্রদায়ের মানুষ হাতে হাত রেখে মানব শৃংখল গড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাইলেন। বিকেল ৫টা থেকে ০৫:২০ মানব শৃংখলে সামিল হলেন অসংখ্য মানুষ। বইমেলার ৫ নম্বর গেট পেরিয়ে পিঙ্ক জোনের পাশ দিয়ে প্রবেশ করতেই বইপ্রেমীদের নজরে এল এমন মানব শৃংখল। যেখানে ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষ মানববন্ধনে সামিল। প্রত্যেকের গলায় ঝুলছে প্ল্যাকার্ড তাতে লেখা নো সিএএ, নো এনপিআর, নো এনআরসি। মহিলাদের হাত ধরে এসেছেন ছোটরাও। প্রতিবাদে অংশ নেওয়া মহিলাদের উপস্থিতি নজরে পড়ার মত। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া রহমত আলী এবং সুজাউদ্দিন আহমেদ'র কথায়,
ARNAB HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA, Human Chain, Kolkata, Kolkata Book fair, NRC