#কলকাতা: না কোনও বামপন্থী পার্টির অফিস নয়। একটি সরকারি ব্যাঙ্কের বাইরে টাঙানো নোটিসের বানান ভুলে তোলপাড় হয়ে গিয়েছে নেট দুনিয়া। কারণ, নোটিসের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে বলা যে, মাস্ক না পরে ব্যাঙ্কে প্রবেশ করবেন না। কিন্তু লেখার ভুলে সেই মাস্ক হয়েছে ‘মার্ক্স’ আর পরে হয়েছে ‘পড়ে’। ব্যাস মানে গিয়েছে পাল্টে। নেটিজেনরা তাই ঠাট্টা করে বলছেন, ‘ব্যাঙ্কে ঢুকতে গেলে কার্ল মার্ক্সের লেখা পড়ে আসতে হবে নাকি?’
Through a historically necessary misspelling (mask as Marx) this sign in Calcutta reads: “Do not enter the bank without having read Marx” pic.twitter.com/F6CtZXQc0u
— Sandipto Dasgupta (@sandiptod) July 10, 2020
এখন মাস্ক না পরলে কোথাও বেরোনই আইনবিরুদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন নয়, স্থানীয় প্রশাসন থেকে রাজ্য সরকার, পুলিশ, মাস্ক না পরে বেরোলেই ধরছে হাতে নাতে। তাই সর্বত্র মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের বাড়বাড়ন্ত চোখে পড়বেই। কিন্তু তার মধ্যে এই নোটিসটি ‘স্পেশাল’। বানান ভুলের জন্য ভাইরালও বটে। কারণ, যিনি লিখেছেন, তাতে এমন মানে পাল্টে গিয়েছে যে হাসির খোরাক হয়েছে সবটা।
পুঁজির বিরুদ্ধে লড়াইয়ের তত্ত্ব যাঁর কলম থেকে বেরিয়েছিল, তিনিই ব্যাঙ্কের সঞ্চয়ীদের অবশ্যপাঠ্য হতে পারেন, এ কে জানতো? তাই বিশ্বজোড়া অতিমারীর মাঝেও একটু হাসি ফুটছে বৈ কি। ট্যুইটারে অসংখ্য মানুষ শেয়ার করেছেন এই পোস্টারের ছবি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।