Home /News /kolkata /
ভাইফোঁটায় বৃষ্টির ভ্রুকুটি, আগামী ১২ ঘণ্টায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস !

ভাইফোঁটায় বৃষ্টির ভ্রুকুটি, আগামী ১২ ঘণ্টায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস !

Representational Image

Representational Image

আগামীকাল, রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা।

 • Share this:

  #কলকাতা: বৃষ্টির জন্য দিওয়ালি প্রায় মাটি হয়েছে ৷ এবার ভাইফোঁটাতেও বৃষ্টির ভ্রুকুটি। আগামীকাল, রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা।

  বিকেলের পর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় মেঘ কাটার সম্ভাবনা। তবে, আগামী ১২ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গেও।

  আচমকা অভিমুখ বদলেছে নিম্নচাপ। অন্ধ্রপ্রদেশের বদলে নিম্নচাপের অভিমুখ বর্তমানে উত্তরপূর্বে, বাংলাদেশের দিকে। তার জেরেই ভাসতে চলেছে উত্তরবঙ্গ। আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণ হতে পারে অসম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও। উপকূলবর্তী এলাকায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রের যেতে নিষেধ করা হয়েছে।

  First published:

  Tags: Alipore Weather Office, Bengal Weather Report, Bhai Dooj Weather Report, Bhai Phota, Kolkata Weather

  পরবর্তী খবর