#কলকাতা: কলকাতা বিমানবন্দরে সক্রিয় দালালচক্র। টালা থেকে টালিগঞ্জ, গন্তব্য যাই হোক, ইচ্ছেমত দর হাঁকছে দালালরা। প্রাইভেট ট্যাক্সির দালালদের দাপটে নাজেহাল যাত্রীরা। শহরে নতুন আসা যাত্রীরাই দালালদের টার্গেট। কলকাতায় নতুন এসেছেন? গন্তব্য জানেন। কিন্তু জানেন না, বিমানবন্দর থেকে ট্যাক্সিতে সেই জায়গায় যেতে কত ভাড়া লাগতে পারে। ব্যাস, তাহলেই আপনি পড়তে পারেন দালালদের খপ্পরে।
অনেকসময়ই প্রিপেড বুথে হলুদ ট্যাক্সি কম থাকে। তখনই অ্যাপ ক্যাবের খোঁজ করেন যাত্রীরা। কিন্তু, অ্যাপ ক্যাবও তো ইচ্ছেমতই চলে। যখন খুশি রাইড ক্যানসেল করে দেয় অ্যাপ ক্যাবও।
সেই সুযোগেই ঝোপ বুঝে কোপ মারে প্রাইভেট ট্যাক্সির দালালরা। বিমানবন্দরের গেটের বাইরে ওঁত পেতে থাকে দালালরা। গন্তব্য যাই হোক, দর গলাকাটা। সবার সঙ্গেই মিশে থাকে দালালরা। এমনিতে দেখে চেনার উপায় নেই। ওরা অবশ্য ঠিক চিনে নেয় যাত্রীদের। নিউজ18 বাংলার ক্যামেরা ঠিক চিনে নিল দালালদের। যারা নাকি ফিক্সড রেটে ঠিকানায় পৌঁছে দেয়।রাত হলে তো কেয়াবাত ! তখন দালালদের দর আরও চড়া। অনেকেই বেশি ভাড়া দিতে বাধ্যও হন। বিমানবন্দর চত্বরে কী করে দালালরা এত সক্রিয়? কর্তৃপক্ষের মুখে কুলুপ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Airport