#কলকাতা: কলকাতা বিমানবন্দরে চালু হচ্ছে নতুন ট্যাক্সি বে রোমিও। তাতে রানওয়ে খালি করতে সময় লাগবে মাত্র ৪২ সেকেন্ড। আগে লাগত আড়াই মিনিটের বেশি। রোমিও চালু হওয়ায় কলকাতা বিমানবন্দরের রানওয়েতে আরও বেশি বিমান ওঠানামা করতে পারবে।
কলকাতা বিমানবন্দরে অব্যবহৃত ছিল র্যাপিড ট্যাক্সি বে। এবার ওই ট্যাক্সি বে ব্যবহারের অনুমতি দিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। নতুন এই ট্যাক্সি বে-র নাম রোমিও। এর জেরে রানওয়ে দ্রুত খালি করা যাবে। তাই আরও বেশি বিমান ওঠানামা করতে পারবে।
- আগে রানওয়েতে বিমান নামার পর খালি করতে সময় লাগত ২.৩০ মিনিট
- এখন রানওয়েতে বিমান নামার পর খালি করতে সময় লাগবে ৪২ সেকেন্ড
রানওয়েতে বিরাটির দিক থেকে নামা বিমানগুলি এই সুবিধা পাবে।
- এখন বিমানবন্দরের থেকে প্রতি ঘণ্টায় ৩৫ বিমান ওঠানামা করে
- নতুন ট্যাক্সি বে চালু হলে প্রতি ঘণ্টায় ৪২ বিমান ওঠানামা করতে পারবে
- ধাপে ধাপে বিমান ওঠানামার সংখ্যা হবে ৫১
- বিমানের গড় গতিবেগ থাকে ঘণ্টায় ২৬০-৩০০ কিলোমিটার
- বিমান নামার সময় গতিবেগ শূন্যের কাছাকাছি এনে তা ট্যাক্সি বে-তে ঢুকিয়ে দেওয়া হয়
- রোমিও চালু হলে বিমানের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার থাকলেও তা ট্যাক্সি-বে তে যেতে পারবে
- এরপরই পিছনের বিমানকে নামার অনুমতি দেওয়া যাবে
অনেক সময়ই অভিযোগ ওঠে, কলকাতার আকাশে বিমান চক্কর খাচ্ছে বা জ্বালানি ফুরিয়ে গিয়েছে। রোমিও চালু হওয়ার পর সমস্যা মিটবে। নতুন ট্যাক্সি বে নিয়ে কলকাতা বিমানবন্দরের কর্মী ও আধিকারিকদের এই সপ্তাহেই নোটিস দেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Airport, Taxi bay