#কলকাতা: কলকাতা পৌরনিগমের অধীনস্থ স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে ৩১ ডিসেম্বর ৷ আগামীকাল থেকে পরীক্ষার্থীরা নির্দিষ্ট সাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা ৷ এ কথা জানিয়েছেন মেয়র পারিষদ (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায় ৷
বেলা বারোটা থেকে নির্দিষ্ট কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা ৷ পরীক্ষার মোট সময় দেড় ঘণ্টা ৷ কলকাতার বিভিন্ন অঞ্চলে ১৭ টি নির্বাচিত কেন্দ্রে পরীক্ষা দেবেন মোট ১৮ হাজার ১২৭ জন পরীক্ষার্থী ৷ অ্যাডমিট ডাউনলোডে সমস্যা হলে পুরসভার ওয়েবসাইট বা হেল্পলাইনে পরীক্ষার্থীদের যোগাযোগ করার কথা বলা হয়েছে ৷ আগামিকাল থেকে এসএমএস-এর মাধ্যমেও রোল নম্বর পাঠানো শুরু হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Municipal Corporation, Teachers recruitment written test, Written test