corona virus btn
corona virus btn
Loading

ডেঙ্গি মোকাবিলায় অবশেষে তৎপর কলকাতা পুরসভা, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ

ডেঙ্গি মোকাবিলায় অবশেষে তৎপর কলকাতা পুরসভা, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ
dengue

ডেঙ্গি মোকাবিলায় অবশেষে তৎপর কলকাতা পুরসভা, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ

  • Share this:

 #কলকাতা: ডেঙ্গি মোকাবিলায় অবশেষে তৎপর কলকাতা পুরসভা। দ্রুত ও নির্ভুলভাবে প্লেটলেট মাপতে এবার সেল কাউন্টিং মেশিন কিনছে পুরসভা। ডেঙ্গি নির্ণয়ে পুরসভার প্রাথমিক পরিকাঠামো আছে। সেই পরিকাঠামো দিয়েই সাধ্যমতো ডেঙ্গি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে দাবি মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষের।

শহর ও শহরতলিতে ছড়াচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। অভিযোগ উঠেছে, শুধুমাত্র প্লেটলেট কাউন্ট করেই ডেঙ্গি নির্ণয় করার চেষ্টা চলছে পুরসভার ক্লিনিকে। ঘাটতি যে রয়েছে তা পুরসভার উদ্যোগেই প্রমাণিত।

সোমবার সাংবাদিক বৈঠকে মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানালেন, ‘‘ডেঙ্গি নিয়ন্ত্রণে যাবতীয় পদক্ষেপ করবে পুরসভা ৷ আবহাওয়ার খামখেয়ালিপনায় ডেঙ্গির প্রকোপ ৷ সাধ্যমত পরিকাঠামো দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ৷ আমরা ডেঙ্গির নিয়ন্ত্রণ করছি ৷ ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভার যথেষ্ট পরিকাঠামো আছে৷ ’

এদিন অতীন ঘোষ আরও জানালেন, ‘প্লেটলেট মাপতে মেশিন কিনছে পুরসভা ৷ দ্রুত ও নির্ভুল প্লেটলেট গণনা হবে ৷ ডেঙ্গির রিপোর্ট কলকাতা পুরসভা দ্রুত দেয় ৷ এসএমএসের মাধ্যমে রিপোর্ট পৌঁছে যায় ৷ বেসরকারির থেকে পুরসভায় বেশি পরীক্ষা হয় ৷ ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভার প্রাথমিক কাঠামো আছে ৷’

প্লেটলেট মাপতে মেশিন

- রক্তে প্লেটলেটের পরিমাণ নির্ভুল ও দ্রুত গণনা - ১৫ বরোর জন্য সেল কাউন্টিং মেশিন কিনছে পুরসভা - ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে

ডেঙ্গি রোধে আরও কিছু পদক্ষেপ করছে কলকাতা পুরসভা।

ডেঙ্গি রোধে ত‍ৎপর পুরসভা ----------------------------

- নভেম্বর পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত - ড্রোনের মাধ্যমে জমা জল চিহ্নিত করার ভাবনা

অতীন ঘোষের দাবি, বেসরকারি ল্যাব নয়, কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকেই ডেঙ্গির পরীক্ষা বেশি হয়। ডেঙ্গির রিপোর্টও মেলে দ্রুত।

সেল কাউন্টিং মেশিন কিনলেও পুরসভায় মাইক্রোস্কোপিক পদ্ধতিতেও ডেঙ্গি পরীক্ষা চালু থাকবে। ডেঙ্গি নিয়ে আতঙ্ক রুখতে ইতিমধ্যেই প্রচার চালাচ্ছে পুরসভা।

First published: October 24, 2017, 8:56 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर