#কলকাতা: কলাবিভাগে প্রবেশিকা ফেরানোর দাবিতে এখনও অনশন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । যার জেরে ব্যাপকভাবে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ব্যাহত হচ্ছে ৷ এমনকী, অনশনরত পড়ুয়াদের শারিরীক অবস্থারও দ্রুত অবনতি হচ্ছে ৷ সেই নিয়েই উদ্বেগ প্রকাশ করে অনশন অবিলম্বে তুলে নেওয়ার আবেদন জানালেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠি ৷
পড়ুয়াদেরকে চিঠি লিখে অনশন প্রত্যাহার করার আবেদন করলেন আচার্য ৷ চিঠিতে কেশরীনাথ ত্রিপাঠী লেখেন, ‘‘অবিলম্বে অনশন প্রত্যাহার করুন ৷ বিশ্ববিদ্যালয়ের সম্মান বজায় রাখুন ৷’’
অন্যদিকে, আজ অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ছাত্রী সোমাশ্রী চৌধুরী ৷ যাদবপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি ৷ এই প্রসঙ্গে চিঠিতেই অনশনরতদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য ৷
আরও পড়ুন: নিম্নমানের খাবার পরিবেশন করে কাঠগড়ায় যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
একইসঙ্গে ত্রিপাঠাী পড়ুয়াদের উদ্দেশে চিঠিতে জানান, প্রবেশিকা নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেবেন উপাচার্যই ৷ অন্যদিকে, প্রবেশিকা পরীক্ষা নিয়ে নিয়মমতো উপাচার্য সুরঞ্জন দাসকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন কেশরীনাথ ৷
এদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয়ে পা দিয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ৷ সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সুরঞ্জনবাবু ৷ সেখানে গিয়ে পড়ুয়াদের সামনে ভেঙে পড়েন উপাচার্য ৷ বলেন, ‘‘সমস্যা মেটাতে আমি ব্যর্থ হয়েছি ৷ সে কথা আচার্যকেও জানিয়েছি ৷ আমি চলে গেলে তোমরা আরও ভাল উপাচার্য পাবে ৷’’ এরপর কিছুটা স্বগতোক্তির গলায় তিনি বলেন, ‘‘আমার চেয়ার থেকে যতটুকু পেরেছি করেছি ৷ আচার্য পরামর্শ দিলেই ইসি করব ৷’’