#কলকাতা: দিল্লি থেকে গ্রেফতার করা হল প্রাক্তন সাংসদ কেডি সিংকে। তাঁর সংস্থা অ্যালকেমিস্ট বাজারে আমানতকারীদের থেকে কয়েক কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ। ২৩৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গতকাল তাঁকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পরে আজ তাঁকে এই বিষয়ে জিজ্ঞেসাবাদের জন্য ডাকে ইডি। কথাবার্তায় অসঙ্গতি থাকায় আজ প্রিভেনশান অব মানি লন্ডারিং ধারায় তাঁকে গ্রেফতার করেছে ইডি।
কেডির ওপর নজরদারি চলছে বহুদিন ধরেই। দুই বছর আগে প্রায় ২ হাজার কোটি টাকা তছরূপের অভিযোগে কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি৷ সেই সময়েই দেশের বিভিন্ন জায়গায় কে ডি সিংয়ের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল৷ একে একে কুফরির একটি রিসর্ট, চণ্ডীগড়ে শো-রুম, পঞ্চকুলা ও হরিয়ানায় একাধিক সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়ে৷
২০১৬ সাল থেকে কে ডি সিং ও তাঁর সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সেবি৷ কেডি সিং ও তাঁর সংস্থার বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালের চিটফান্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে অবৈধ ভাবে ১ হাজার ৯১৬ কোটি টাকা তুলেছে৷ অ্যালকেমিস্ট দাবি করে, ২০১৫ সালে তারা সেবি-কে ১০৭৭ কোটি টাকা ফেরত দিয়েছে৷
কেডির গ্রেফতারি ঘিরে রাজ্য রাজধানীর দুই যুযুধান পক্ষই জোর কাজিয়ায় মেতেছে। বিজেপি বলছে যে তৃণমূল বহিরাগত তত্ত্বে সরব তারাই কেডি সিংকে টিকিট দিয়েছিল। অন্য দিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলছেন, কেডিকে অন্য রাজ্য থেকে এ রাজ্যে নিয়ে এসেছিলেন মুকুল রায়। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা উচিত।