#কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর ৷ রাজনীতির ময়দানের সব জল্পনাকে সত্যি করে নন্দীগ্রাম আন্দোলনের নেতার বিজেপিতে যোগদানের পথ এবার একেবারে পরিষ্কার ৷ শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর দাবি, বিজেপির সঙ্গে শুভেন্দুর যোগাযোগ এক বছর আগে থেকেই শুরু হয়েছিল ৷ এমনকী এই কথা তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যাকেও নাকি জানিয়েছিলেন অনেক আগেই কিন্তু তাঁর কথা বিশ্বাস করা হয়নি ৷
বাংলায় কুরুক্ষেত্রে যুদ্ধের শঙ্খধ্বনি অনেক আগেই বেজে গিয়েছে ৷ এখন চলছে ভোট ময়দানের দলবদল ৷ বুধবার দুপুরে বিধানসভায় সশরীরে এসে বিধানসভার সচিবের হাতে পদত্যাগ পত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত রাজনৈতিক জল্পনায় সত্যের শিলমোহর দিলেন শুভেন্দু অধিকারী ৷ এরপরই ফের সরগরম রাজ্য রাজনীতি ৷ শুভেন্দুর বিধায়ক পদে ইস্তফা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক ও প্রবল আক্রমণাত্মক মেজাজে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ বলেন,- ‘আজ থেকে নয়, একবছর আগে থেকে বিজেপির সঙ্গে যোগসাজশ চলছিল শুভেন্দুর ৷ এতদিন যা চলছিল সব খেলা ৷ আমি অনেক আগে থেকেই জানতাম, দিদিমণিকেও বলেছিলাম ৷ উনি বিশ্বাস করেননি ৷ এখন বুঝতে পারছেন আমার বলা সব কথাই কতটা সত্যি ৷ ’
শুভেন্দুর ইস্তফায় দলের কতটা ক্ষতি হবে এই নিয়ে প্রশ্ন করা হলে প্রায় ঝাঁঝিয়ে ওঠেন এই তৃণমূল সাংসদ বলেন, ‘ইস্তফা দিয়েছে খুব ভাল করেছে ৷ যাক না কোনও অসুবিধা নয় ৷ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল ৷ এরা সব ভোগী ৷ চিরকাল শুধু ভোগ করে এসেছে ৷ এদের পদের লোভ ৷ দিদিমণি যখন ২০০ আসনে ক্ষমতায় আসবে, তখন দেখবেন আবার সব সুড়সুড় করে ফিরে এসেছে ৷ ২০১৪ সালে সাংসদ হয়েছিল ১৬-এ আবার এখানে ফিরে এসেছিল শুধু মন্ত্রী হবে বলে ৷ এখন ওনার স্বপ্ন মুখ্যমন্ত্রী হবেন অথবা উপ-মুখ্যমন্ত্রী হবেন ৷’
গত কয়েকমাসে যত দলের সঙ্গে দূরত্ব বেড়েছে নন্দীগ্রামের জননেতার, ততই শুভেন্দুর প্রতি আরও তীক্ষ্ণ হয়েছে কল্যাণের আক্রমণ ৷ এদিন সাংসদ দাবি করেন, ‘অনেক আগে থেকেই আমি এসব জানতাম ৷ এক বিজেপি সাংসদ আমাকে শুভেন্দুর করা মেসেজ দেখিয়েছিল ৷ একবছর আগে থেকেই অমিত শাহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল ও ৷’
সবমিলিয়ে শাহের বাংলা সফরের আগেই বাংলার রাজনৈতিক ময়দানে আরও চড়ছে উত্তাপ ৷ ভাঙা ঘর সামলাতে নাজেহাল তৃণমূল ৷ শাসকদলের রক্তক্ষরণ যে আরও বাড়বে তারই ইঙ্গিত দিচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari