#কলকাতা: অর্ণবের জেল, বিক্রমের বেল। দুই দুর্ঘটনায় দুই পৃথক অবস্থান পুলিশের। গাড়ি দুর্ঘটনায় গায়ক কালিকাপ্রসাদের মৃত্যুর ঘটনায় চৌষট্টি দিন পর জামিন পেলেন চালক অর্ণব রাও। কিন্তু সনিকা মৃত্যু তদন্তে চার বন্ধুর গোপন জবানবন্দি নেওয়া সত্বেও বিক্রমের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ। শুক্রবার অবশেষে জেল থেকে ছাড় পেল কালিকাপ্রসাদের গাড়ির চালক ৷
মঙ্গলবার ২০ হাজার টাকার বন্ডে অর্ণব রায়কে জামিন দেয় কলকাতা হাইকোর্ট ৷ সম্প্রতি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনায় সোনিকা সিং চৌহানের মৃত্যু হয় ৷ কালিকাপ্রসাদের গাড়ি চালক অর্ণব রায়ের মতোই একই ধারায় অভিযোগ দায়ের হয় বিক্রমের বিরুদ্ধে ৷ কিন্তু আত্মসমর্পণের পরই একহাজার টাকার বন্ডে জামিন পেয়ে যান অভিনেতা বিক্রম ৷
বিক্রমের জামিনের পর থেকে গত কয়েকদিন ধরেই অর্ণবের জামিনের দাবী জানিয়ে আসছিলেন তাঁর মা ৷ প্রথম থেকেই অর্ণবের মায়ের দাবি ছিল, গরিব হওয়ায় তাঁদের ফাঁসানোর চেষ্টা চলছে। কালিকাপ্রসাদ তারকা হওয়ায় চালকের গাফিলতির তত্ত্ব আরও জোরালো করে তুলে ধরা হচ্ছে।
গত ৭ মার্চ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গুড়াপ যাওয়ার পথে নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত্যু হয় লোকশিল্পী কালিকাপ্রসাদের ৷ ঘটনায় গাড়িচালক অর্ণব রায়ের দিকে অভিযোগের আঙুল ওঠে ৷ ধৃত চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয় ৷