#কলকাতা: রবিবারের মতো সোমবারও রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ সেই সঙ্গে হতে পারে কালবৈশাখীও !
ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে আজ সোমবার, রাজ্যজুড়েই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ৷ আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে ৷ ২১-৩২ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা ৷ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৪ ডিগ্রির আশপাশে ৷ স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম ৷
নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প ৷ যা বজ্রগর্ভ মেঘের সঞ্চার করছে ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে ৷ ওড়িশা থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত ঘূর্ণাবর্ত ৷ তার জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যে ৷
শীতের শেষ থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে তাল মেলাতে এখন নাজেহাল মানুষ। কয়েক দিন আগেও সকালে গায়ে দিতে হয়েছে চাদর। তার পরে তাপমাত্রা বাড়ে কিছুটা। এ বার মেঘ-বৃষ্টি। ঘরে-ঘরে সর্দিজ্বর। বসন্ত, হাম, ভাইরাস-জ্বর। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ধরনের অস্থির আবহাওয়ায় জীবাণুদের সক্রিয়তা বাড়ে। মানুষের ক্ষেত্রে পরিস্থিতিটা ঠিক বিপরীত। অস্থির আবহাওয়ায় শরীর আরও বেশি দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে সহজেই কাবু করে ফেলে রোগজীবাণু। তাই এমনিতেই যাঁরা কোনও অসুখে ভুগছেন, তাঁদের সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন আবহবিদেরা। সাবধানে রাখতে হবে শিশু-প্রবীণদেরও। কলকাতা-সহ বিভিন্ন জেলায় রবিবার রাতভর বৃষ্টি হয়েছে ৷ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে এই বিক্ষিপ্ত বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ গতরাতে কলকাতায় বৃষ্টি হয়েছে ১.৫ মিলিমিটার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kalbaishakhi, Kolkata Weather Report, Thunder Storm, Weather Forecast, কলকাতার আবহাওয়া, কালবৈশাখি