corona virus btn
corona virus btn
Loading

কুশমণ্ডীর প্রাচীন লোকশিল্পে সাজছে কাঁকুড়গাছির মণ্ডপ

কুশমণ্ডীর প্রাচীন লোকশিল্পে সাজছে কাঁকুড়গাছির মণ্ডপ
কাঁকুড়গাছি মিতালী সংঘ

মুখোশ নিয়েই বাঁচে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি। মুখোশের আড়ালে নয়। মুখোশেই রূপ খোলে গম্ভীরা মুখ নাচের। যে নাচে মুখোশ-ই আদরের মুখ।

  • Share this:

#কলকাতা: ছদ্মবেশে উমা আসছে কাঁকুরগাছি মিতালী সংঘে। যেখানে মুখ ঢাকে মুখোশে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডির প্রাচীন লোকশিল্পে সাজছে কাঁকুরগাছির মণ্ডপ। পুজোয় হবে লাইভ পারফর্মেন্স।

মুখোশ নিয়েই বাঁচে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি। মুখোশের আড়ালে নয়। মুখোশেই রূপ খোলে গম্ভীরা মুখ নাচের। যে নাচে মুখোশ-ই আদরের মুখ। গ্রামের বাসিন্দারা নিজেরাই তৈরি করেন কাঠের তৈরি বিভিন্ন দেব-দেবীর মুখোশ। বাদ যায় না নরসিংহ, রাক্ষস, বাঘ, কালী, চামুণ্ডারাও। সেই মুখোশেই উৎসব-যাপন গ্রামের মানুষের।

কুশমণ্ডির সেই মুখোশেই সাজছে তিরাশি বছরের কাঁকুগাছি মিতালী সংঘ। থিমের নাম ছদ্মবেশ। গম্ভীরা-মুখার আদলে তৈরি হচ্ছে একশোটি ফাইবারের মুখোশ। মণ্ডপ যেন এক চিলতে মুখোশগ্রাম। ছৌ নাচের মত কদর জোটেনি। আজও অনাদৃতই গম্ভীরা মুখ-নাচ। পুজোয় বাংলার প্রাচীন সেই লোকশিল্পকে সকলের সামনে তুলে ধরতে চান পুজোর উদ্যোক্তারা।

কুমোরটুলিতে তৈরি হচ্ছে সাবেকি প্রতিমা। পুজোর বিশেষ আকর্ষণ কুশমণ্ডি গ্রামের শিল্পীদের লাইভ মুখোশনাচ।

First published: September 23, 2019, 2:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर