কলকাতা: সম্বর্ধনা অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে দলগত রাজনীতি দূরে রাখার আবেদন জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। ২০২০ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে তিনি হয়েছে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির পদ। ২০২২ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এদিন বিচারপতির জন্য সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানেই ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।
বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, 'সৎ হয়ে জীবন যাপন করে এই পদে আসীন হয়েছি। অনেক বাধা পার হয়ে এই পদ পেয়েছি।' বিচারপতি দত্ত বলেন, "মায়ের সঙ্গে সন্তানের যেমন নাড়ির টান। তেমনই কলকাতা হাইকোর্টের সঙ্গে তাঁর সম্পর্ক। " ২৫ এপ্রিল ২০২০ তিনি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পান। সেই সময় উকিলশূন্য কলকাতা হাইকোর্ট থেকে চোখে জল চলে এসেছিল বিচারপতির। সেই কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, 'একলব্য দ্রোনাচার্যকে গুরু মেনেছিল। আমার প্রতি যাঁরা যে কোনও কারনে অনিষ্ট চেয়েছিলেন, তাঁদেরও আজ জানাই আমার অগ্রগতিতে তাঁরা সাহায্য করেছেন।'
দুটি আবেদন রাখেন এদিন বিচারপতি দত্ত। সকল আইনজীবীদের উদ্দেশ্যে প্রথমটি। কথায় কথায় কর্মবিরতি কালচার থেকে দূরে থাকা। দুপুর সাড়ে ৩টের পর কাজ করব না এমন সিদ্ধান্ত প্রত্যাহারের। আর পরেরটি পুরোপুরি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে উদ্দেশ্য করে বলা, "মলয় বাবুকে বলব, দেখুন না বার অ্যাসোসিয়েশনকে যদি দলগত রাজনীতির বাইরে রাখা যায়। সারা রাজ্য পরে রয়েছে ক্ষমতার রাজনীতি করার জন্য। বারে রাজনীতি করতে হলে সেটা হোক আদর্শ গত।"
আরও পড়ুন, বিরাট স্বস্তি! NSC, কিষাণ বিকাশপত্র, সুকন্যাতে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার
আরও পড়ুন, কারোর মৃত্যুর পরে কী হয় তাঁর Facebook অ্যাকাউন্টে, এই ঘটনা শুনলে চমকে উঠবেন
কর্মবিরতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা নিয়ে বলতে উঠে বেশ অস্বস্তিতে পড়ে যান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court