corona virus btn
corona virus btn
Loading

এবার সুন্দরবনের প্রত্যন্তগ্রামেও হবে দুর্গাপুজো, উদ্বোধনে উপস্থিত কণীনিকা

এবার সুন্দরবনের প্রত্যন্তগ্রামেও হবে দুর্গাপুজো, উদ্বোধনে উপস্থিত কণীনিকা

একটি ভ্যানকে মণ্ডপের মতো সুন্দর করে সাজানো হবে ৷ আর তাতেই থাকবেন মা দুর্গা ৷

  • Share this:

#কলকাতা: পুজো আসে, পুজো যায় ৷ তাঁদের জীবনযাত্রার খুব একটা বদল হয় না ৷ দিন আনা, দিন খাওয়া মানুষদের কাছে পুজো বিলাসিতা ছাড়া আর কিছুই নয় ৷ যেখানে দিনান্তে পেট ভরবে কী করে সেই চিন্তা ভাবিয়ে তোলে...সেখানে পুজোর নতুন জামা, ভালমন্দ খাওয়া...সবটাই স্বপ্নের মতো ৷ এবার তাঁদের মুখেই এক চিলতে হাসি আনার চেষ্টা করল JSW Cement ৷ দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে এবার তারা আয়োজন করবে ৫ দিনের দুর্গা পুজোর ৷ হ্যাঁ, ঠিকই শুনছেন ৷ একটি ভ্যানকে মণ্ডপের মতো সুন্দর করে সাজানো হবে ৷ আর তাতেই থাকবেন মা দুর্গা ৷ তার আগে প্রতিমার অসমাপ্ত মূর্তি ভ্যানে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরানো হবে প্রচারের উদ্দেশ্যে ৷ উদ্বোধনে উপস্থিত ছিলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায় ও ঈষি কৌশিক ৷ শুধু তাই নয়, যে সমস্ত পুজো মণ্ডপে জলসংরক্ষণ, নিরক্ষরতা দূরীকরণ, স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, মহিলাদের স্বনির্ভরতা নিয়ে কিছু কাজ হচ্ছে তাঁদের পুরস্কৃত করা হবে JSW Cement-এর তরফে ৷

সংস্থার ইস্ট জোনের রিজিওনাল হেড গৌতম মুখোপাধ্যায় জানালেন, অর্থসামাজিক বৈষম্যকে দূরে সরিয়ে JSW Cement সকলের উন্নতি এবং কর্মসংস্থানের জন্য কাজ করছে ৷ সামাজিক সচেতনা বৃদ্ধির ক্ষেত্রে দুর্গা পুজোর মতো ভাল উৎসব আর হয় না ৷

First published: September 25, 2019, 5:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर