• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • এবার সুন্দরবনের প্রত্যন্তগ্রামেও হবে দুর্গাপুজো, উদ্বোধনে উপস্থিত কণীনিকা

এবার সুন্দরবনের প্রত্যন্তগ্রামেও হবে দুর্গাপুজো, উদ্বোধনে উপস্থিত কণীনিকা

একটি ভ্যানকে মণ্ডপের মতো সুন্দর করে সাজানো হবে ৷ আর তাতেই থাকবেন মা দুর্গা ৷

একটি ভ্যানকে মণ্ডপের মতো সুন্দর করে সাজানো হবে ৷ আর তাতেই থাকবেন মা দুর্গা ৷

একটি ভ্যানকে মণ্ডপের মতো সুন্দর করে সাজানো হবে ৷ আর তাতেই থাকবেন মা দুর্গা ৷

 • Share this:

  #কলকাতা: পুজো আসে, পুজো যায় ৷ তাঁদের জীবনযাত্রার খুব একটা বদল হয় না ৷ দিন আনা, দিন খাওয়া মানুষদের কাছে পুজো বিলাসিতা ছাড়া আর কিছুই নয় ৷ যেখানে দিনান্তে পেট ভরবে কী করে সেই চিন্তা ভাবিয়ে তোলে...সেখানে পুজোর নতুন জামা, ভালমন্দ খাওয়া...সবটাই স্বপ্নের মতো ৷ এবার তাঁদের মুখেই এক চিলতে হাসি আনার চেষ্টা করল JSW Cement ৷ দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে এবার তারা আয়োজন করবে ৫ দিনের দুর্গা পুজোর ৷ হ্যাঁ, ঠিকই শুনছেন ৷ একটি ভ্যানকে মণ্ডপের মতো সুন্দর করে সাজানো হবে ৷ আর তাতেই থাকবেন মা দুর্গা ৷ তার আগে প্রতিমার অসমাপ্ত মূর্তি ভ্যানে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরানো হবে প্রচারের উদ্দেশ্যে ৷ উদ্বোধনে উপস্থিত ছিলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায় ও ঈষি কৌশিক ৷ শুধু তাই নয়, যে সমস্ত পুজো মণ্ডপে জলসংরক্ষণ, নিরক্ষরতা দূরীকরণ, স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, মহিলাদের স্বনির্ভরতা নিয়ে কিছু কাজ হচ্ছে তাঁদের পুরস্কৃত করা হবে JSW Cement-এর তরফে ৷ সংস্থার ইস্ট জোনের রিজিওনাল হেড গৌতম মুখোপাধ্যায় জানালেন, অর্থসামাজিক বৈষম্যকে দূরে সরিয়ে JSW Cement সকলের উন্নতি এবং কর্মসংস্থানের জন্য কাজ করছে ৷ সামাজিক সচেতনা বৃদ্ধির ক্ষেত্রে দুর্গা পুজোর মতো ভাল উৎসব আর হয় না ৷

  First published: