জয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ফলপ্রকাশ

Representative Image

Representative Image

এবার ৩১ দিনের মধ্যে জয়েন্ট ইনজিনিয়ারিংযের ফল প্রকাশ হল। ১ লক্ষ ২৫ হাজার ৭৫ জন পরীক্ষার্থী এবার জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন ৷

  • Last Updated :
  • Share this:
    #কলকাতা: এবার ৩১ দিনের মধ্যে জয়েন্ট ইনজিনিয়ারিংযের ফল প্রকাশ হল। ১ লক্ষ ২৫ হাজার ৭৫ জন পরীক্ষার্থী এবার জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন ৷ পরীক্ষায় বসেছেন ১ লক্ষ ৫ হাজার ৯৭৪ জন ৷ ১ লক্ষ ৫ হাজার ৮১ জন জয়েন্টে পাশ করেছে। ইঞ্জিনিয়ারিংয়ে পাশের হার বেড়েছে ৪.৬ শতাংশ ৷ পশ্চিমবাংলা থেকে পাশের হার ৬৪ শতাংশ ৷প্রথম স্থানে রয়েছেন- অভিনন্দন বোস(সাউথ পয়েন্ট)দ্বিতীয় স্থানে রয়েছেন-দীদিপ্য রায়(হরিয়ানা বিদ্যামন্দির)তৃতীয় স্থানে রয়েছেন- অর্চিষ্মান সাহা (ডিপিএস রুবি পার্ক)চতুর্থ   স্থানে রয়েছেন-শুভম আগরওয়াল(সেন্ট টমাস বয়েস স্কুল)
    পঞ্চম  স্থানে রয়েছেন-দেবজ্যোতি কর(এপিজে)ষষ্ঠ  স্থানে রয়েছেন- নবম বিয়ামি(শ্রী শ্রী অ্যাকাডেমি)সপ্তম স্থানে রয়েছেন-ঋত্বিক গাঙ্গুলি(দূর্গাপুরের হেমশীলা)অষ্টম  স্থানে রয়েছেন- রণজয় মিদ্যা(অ্যাডামাস)নবম  স্থানে রয়েছেন-শ্রীবাস্তব(রাঁচির সেন্ট জেভিয়ার্স)দশম  স্থানে রয়েছেন-আয়ূষি বিদ্যান্ত(ফিটজি,বিশাখাপত্তনম)বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পড়ুয়ারা ৷ র‍্যাঙ্ক জানা যাবে www.wbjeeb.in সাইটে ৷ পড়ুয়ারা র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে www.wbjeeb.nic.in সাইট থেকে।
    First published:

    Tags: Joint Engineering result, WBJEE