#কলকাতা: করোনা যুদ্ধে প্রয়োজন বিপুল অর্থ। তাই রাতারাতি মন্ত্রী সাংসদদের বেতনে কোপ বসিয়েছে কেন্দ্র।. এক বছরের জন্যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের বেতন ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তে সায় দিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি রাজ্যপালেরাও।
এবার রাজ্যেও এই সিদ্ধান্তকে কার্যকর করতে মরিয়া হয়ে উঠলেন এ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীকে টুইট করে আর্জি জানালেন রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতনেরও ৩০ শতাংশ কাটার।
এ দিন টুইটারে রাজ্যপাল লিখেছেন, " কোভিড ১৯ এর সঙ্গে্ লড়ায়ে নেমে প্রধানমন্ত্রী-সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা ৩০ শতাংশ করে বেতন দিচ্ছেন। বেতনের ৩০ শতাংশ ছাড়তে রাজি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপালরাও।" মুখ্যমন্ত্রীকে তাঁর অনুরোধ," সমস্ত বিধায়ক ও রাজ্যের মন্ত্রীদের থেকেও ৩০ শতাংশ হারে বেতন কাটুন।"
PM, MPs, Union Ministers @narendramodi take 30% pay cut for a year to Covid-19 efforts.
President, VP and Governors also take 30% pay cut for a year. APPEAL MLAs and Ministers in WEST BENGAL @MamataOfficial to take 30% pay cut for a year to boost govt’s Covid-19 efforts. — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 7, 2020
শুধু অন্যের নয়, নিজের বেতন ছাঁটাইয়েও কোনও না নেই রাজ্যপালের। রবিবার বিকেলে এই মর্মে একটি টুইট করেন তিনি। সেখানে তিনি লেখেন, "এ বছর করোনা যুদ্ধে বেতনের ৩০ শতাংশ দিতে প্রস্তুত আমিও।"
Deep appreciation of all involved in mitigating effects of Covid-19. Dedicated work of health warriors to keep us safe is laudable. Enormity of the challenge calls for concerted response by all. As humble contribution would forego 30% of my salary for a year.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 6, 2020
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় রাজ্যের পদক্ষেপ খুব সন্তুষ্ট করতে পারেনি রাজ্যপালকে। তিনি প্রথম থেকেই বলতে থাকেন কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যবিধান করে কাজ করতে হবে। সোমবারও তিনি লেখেন, নানা অসংবিধানিক কার্যকলাপ চলছে রাজ্যে। মুখ্যমন্ত্রী যেন এ বিষয়ে সদর্থক পদক্ষেপ নেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus