#কলকাতা: বিধানসভায় বি আর অম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে নজিরবিহীন ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে আক্রামণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar Attacks Mamata Banerjee)৷ রাজ্যে গণতন্ত্র নেই বলেও সরব হন তিনি৷ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সংবিধান সম্পর্কে কোনও ধারণা নেই বলেও অভিযোগ করেন রাজ্যপাল৷ রাজ্যপালের এই আচরণ অসৌজন্যমূলক বলে পাল্টা মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)৷
এ দিন জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিধানসভায় (West Bengal Assembly) গিয়ে অম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ অম্বেদকরের মূর্তিতে মাল্যদানের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন রাজ্যপাল৷
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে রেড রোডে থাকছে নেতাজি বিষয়ক ট্যাবলো, প্রস্তুতি তুঙ্গে
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে রাজ্যপালের তোপ, 'মুখ্যমন্ত্রী আপনি সংবিধান বোঝেনই না৷ সংবিধান মেনে চলা আপনার সাংবিধানিক দায়িত্ব৷ আমার দায়িত্ব যাতে সংবিধান রক্ষা করা হয়৷ কিন্তু তা হচ্ছে না৷' রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হয়ে রাজ্যপাল অভিযোগ করেন, রাজ্যে গণতান্ত্রিক কোনও পরিবেশই নেই৷
একই সঙ্গে এ দিন রাজ্য বিধানসভার অধ্যক্ষকেও তীব্র আক্রমণ করেছেন রাজ্যপাল৷ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্যপাল বলেন, 'স্পিকার মনে করেন তিনি রাজ্যপাল সম্পর্কে যা কিছু বলতে পারেন৷ ওনার কাছে কোনও তথ্য চাইলেই পাওয়া যায় না৷ উনি মনে হয় জানেন না যে সংবিধান অনুযায়ী রাজ্যপালই বিধানসভায় সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি৷ দ্বিতীয় স্থানে থাকেন স্পিকার৷' বিধানসভার অধ্যক্ষের দিকে ইঙ্গিত করে রাজ্যপালের আরও অভিযোগ, হাওড়া বিলে সই না করা নিয়ে তাঁর নামে মিথ্যে রটানো হচ্ছে৷ তাঁর কাছে হাওড়া বিল সংক্রান্ত কোনও ফাইলই নেই৷
আরও পড়ুন: উন্নয়নের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ দল, বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত
এর পাশাপাশি মা ক্যান্টিনের খরচের হিসেব না দেওয়া, বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগের ক্ষেত্রে তাঁর অনুমতি না নেওয়ার মতো অভিযোগেও সরব হন রাজ্যপাল৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকারের আমলারাও পক্ষপাতদুষ্ট৷ তাঁদেরকে ডাকলেও তাঁরা রাজ ভবনে যান না বলেও অভিযোগ করেন রাজ্যপাল৷
রাজ্যপাল যখন এই সমস্ত অভিযোগ করছেন তখন তাঁর পিছনেই দাঁড়িয়ে ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপালকে পাল্টা তোপ দেগে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ৷ উনি ওনার এক্তিয়ার মেনে কাজ করবেন, আমি আমার এক্তিয়ার মেনে করব৷ ওনার কিছু বলার থাকলে রাজ ভবনে সাংবাদিকদের ডেকে বলতে পারতেন৷' বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'এর আগে অনেক রাজ্যপাল রাজ্যে এসেছেন৷ তাঁদের কেউ এই ধরনের মন্তব্য করেননি৷ উনি কার মুখপাত্র হয়ে কাজ করছেন, সেটা বুঝতে পারছি না৷'
এ দিন যে অভিযোগগুলি নিয়ে রাজ্যপাল সরব হয়েছেন, সেগুলি নিয়ে অতীতেও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি৷ কিন্তু যে ভাবে বিধানসভায় দাঁড়িয়ে জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী সহ গোটা রাজ্য সরকারকে তোপ দাগলেন, তাতে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত আরও তীব্র আকার ধারণ করল৷ এ দিনের ঘটনায় স্বভাবতই রাজ্যপালকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতারা৷ রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagdeep Dhankhar, Mamata Banerjee