#কলকাতা: সোমবার বিধানসভার অচলাবস্থা নিয়ে তিন দিনের মধ্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বৈঠক ডাকতে বলে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)৷ রাজ্যপালের গুরুতর অভিযোগ, সোমবার রাজ্য সরকারের মন্ত্রী, বিধায়করা তাঁকে ঘেরাও করে রেখেছিলেন৷ বিশেষত রাজ্যের মহিলা মন্ত্রীরা যেভাবে তাঁর পথ অবরূদ্ধ করে রেখেছিলেন, তা নজিরবিহীন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল৷
রাজ্যপাল (Jagdeep Dhankhar) এই অভিযোগ করলেও এ দিনই নজরুল মঞ্চে সোমবার বিধানসভায় উপস্থিত রাজ্যের মহিলা মন্ত্রীদের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মতে, মহিলা মন্ত্রীরাই সোমবার গণতন্ত্র এবং বিধানসভার সম্মান রক্ষা করেছেন৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের অভিযোগ খারিজ করে দিয়েছেন৷ তিন দিনের মধ্যে বৈঠক ডাকাও সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ৷ তাঁর পাল্টা অভিযোগ, আন্তর্জাতিক নারী দিবসে বিধানসভার মহিলা সদস্যদের অপমান করছেন রাজ্যপাল৷
আরও পড়ুন: মমতা, অভিষেকের সঙ্গে মঞ্চে প্রশান্ত কিশোর! বিচ্ছেদ জল্পনায় ইতি
সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা ছিল৷ কিন্তু বিজেপি বিধায়কদের বিক্ষোভে ভাষণ শুরু করতে পারেননি রাজ্যপাল৷ পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন শাসক দলের বিধায়করাও৷ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শেষ পর্যন্ত বিধানসভা ছেড়ে বেরিয়ে আসতে চান রাজ্যপাল৷
WB Guv: Urged Speaker WBLA for a meeting in next three days in view of “unseemly ruckus and chaotic spectacle unfolded in the hallowed precincts of the august WB Assembly on March 07 during Governor Address under article 176 when decorum and propriety nosedived to lowest nadir pic.twitter.com/gcz9OFUHqH
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 8, 2022
রাজ্যপাল যাতে ভাষণ না দিয়ে বিধানসভা না ছাড়েন, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে অনুরোধ করতে দেখা যায়৷ রাজ্যের বেশ কয়েকজন মহিলা মন্ত্রী এবং বিধায়কও রাজ্যপালের আসনের চারপাশে দাঁড়িয়ে পড়েন৷ শাসক দলের অবশ্য অভিযোগ, মহিলা সদস্যরা জ্যপালকে বিধানসভা না ছাড়ার অনুরোধই করেছেন৷
আরও পড়ুন: বিজেপির নজিরবিহীন বিক্ষোভ, 'এক বাক্যের' বক্তব্য রেখেই বিধানসভা ত্যাগ রাজ্যপালের!
যদিও রাজ্যপালের অভিযোগ, অস্বস্তিকর ভাবে তাঁর পথ অবরূদ্ধ করেন মহিলা মন্ত্রী ও বিধায়করা৷ শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সাবিত্রী মিত্র, রত্না চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন মন্ত্রী ও তৃণমূল বিধায়কের নাম উল্লেখ করে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন রাজ্যপাল৷ পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷
অধ্যক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন, বিধানসভার অধিবেশন চলছে, তাছাড়া আগাম কিছু কর্মসূচি রয়েছে তাঁর৷ এই অবস্থায় তাঁর পক্ষে বৈঠক ডাকা সম্ভব নয়৷ অধ্যক্ষের আরও অভিযোগ, মহিলা সদস্যদের নিয়ে রাজ্যপালকে ভুল তথ্য দিয়েছেন কেউ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assembly, Jagdeep Dhankhar