#কলকাতা: পাখির চোখ বাংলার ভোট। আরও মাপা কথায় বললে, উত্তরবঙ্গের ৫৪টি আসনের জল মাপা ও দক্ষিণে সংগঠনের হাল হকিকত বোঝা। এই ব্লু প্রিন্ট সামনে রেখেই আবার বাংলায় আসছেন জেপি নাড্ডা। ৮ ডিসেম্বর দুদিনের সফরে এই রাজ্যে পা পড়বে তাঁর।
ভোটের দামামা বাজতেই বাংলায় কোমর বেঁধে নমে পড়েছে বিজেপি। অমিত শাহর হাত ধরেই কলকাতায় এসেছেন অমিত মালব্য, সুনীল দেওধর,কৈলাস বিজয়বর্গীয়, বিএল সন্তোষরা। পাঁচটি জোনে বাংলার বিভিন্ন অঞ্চলকে ভাগ করে কাজ করছেন তাঁরা। ১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে জেলায় জেলায় বৈঠক। সূত্রের খবর, এই কাজের হাল হকিকত জানতেই অমিত শাহের আগেই রাজ্যে পা পড়বে বিজেপির সর্বভারতীয় সভাপতির।
এর আগে অক্টোবরের মাঝামাঝি বাংলায় এসে নাড্ডা উত্তরবঙ্গে দলের অবস্থা সরেজমিনে তদন্ত করেছিলেন। শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠকও সারেন তিনি। তিনি যেতেই আইটি সেলের প্রধান অমিত মালব্য তে়ড়েফুরে কাজ শুরু করেন। কোচবিহার, মালদহ. দুই দিনাজপুরের নেতাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন অমিত। দলের একাংশ বলঠে, উত্তরবঙ্গে তথ্যপ্রযুক্তি প্রচারকে মজবুত করা, গোষ্ঠীদ্বন্দ্ব কমিয়ে আনা, আপাতত এটাই বিজেপির প্রথম লক্ষ্য। পাশাপাশি চলবে রাজবংশী-কামতাপুরীদের বক্তব্যকে তুলে আনার কাজ।
উত্তরের ব্লু প্রিন্ট মোটামুটি তৈরি হতেই, দক্ষিণেও জোর দিতে চায় বিজেপি। একটি সমর্থিত সূত্র বলছে সেই কাজেই আসা নাড্ডার। দুদিনের কর্মসুচিতে তিনি বর্ধমান-মেদিনীপুর যেতে পারেন। কথা বলবেন, দুই মেদিনীপুর, হাওড়া,হুগলির নেতাদের সঙ্গে। গত লোকসভা ভোটে জঙ্গলমহল, মেদিনীপুরে ভালো ফল করেছে বিজেপি। সেই ফলকে ভিত্তি ধরে অঙ্কটা আরও এগিয়ে রাখতে চাইছে বিজেপি।