হোম /খবর /কলকাতা /
এবার নজরে বঙ্কিম-বিভূতি, শ্রদ্ধা জানাতে পারেন জেপি নাড্ডা

এবার নজরে বঙ্কিম-বিভূতিভূষণ, শ্রদ্ধা জানাতে পারেন জেপি নাড্ডা

২৫ ফেব্রুয়ারি শহরে আসছেন জে পি নাড্ডা।

২৫ ফেব্রুয়ারি শহরে আসছেন জে পি নাড্ডা।

সূত্রের খবর নৈহাটিতে জন্ম এমন একঝাঁক বাঙালি মনীষাকে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে জে পি নাড্ডার।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিদ্যাসাগর, স্বামী বিবেকান্দ, রবীন্দ্রনাথের পর এবার তালিকায় বঙ্কিমচন্দ্র। বন্দে মাতারম ভবন নিয়ে প্রধানমন্ত্রীর আক্ষেপের পর আগামী ২৫ ফেব্রুয়ারি জে পি নাড্ডার নৈহাটি কর্মসূচিতে ঢুকতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটেও। শুধু বঙ্কিমই নন, সূত্রের খবর নৈহাটিতে জন্ম এমন একঝাঁক বাঙালি মনীষাকে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে জে পি নাড্ডার। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নৈহাটিতে নাড্ডার শ্রদ্ধা জ্ঞাপনের তালিকায় যুক্ত হয়েছে মঙ্গল পান্ডের সমাধি ও বিভূতিভূষণের বাড়ি।

গতকাল চুঁচুড়ার বন্দেমাতারম ভবন নিয়ে আক্ষেপ প্রকাশ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, তিনি শুনেছেন এই ভবনে পাঁচ বছর ছিলেন বঙ্কিমচন্দ্র। এই ভবনের অবস্থা নাকি খুবই খারাপ। রাজনৈতিক মহলের বক্তব্য এ ক্ষেত্রেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। যদিও তৃণমূলের দাবি চুঁচুড়ার ওই ভবন রক্ষণাবেক্ষণ করছে চুঁচুঁড়া পুরসভা। তিনজন কেয়ারটেকার ভবনটির দেখাশোনা করেন। তবে প্রধানমন্ত্রী বঙ্কিম-নাম নেওয়ার পরেই জানা যায় নাড্ডার নৈহাটি যাত্রায় জুড়ছে বঙ্কিমের বাড়িও।

শুধু বঙ্কিমই নয়, তাৎপর্যপূর্ণ ভাবে নাড্ডার তালিকায় রয়েছেন বামপন্থী কবি সুকান্ত ভট্টাচার্যের নামও। নৈহাটিতে মামাবাড়িতে জন্মেছিলেন সুকান্ত ভট্টাচার্য। সূত্রের খবর নাড্ডা শ্রদ্ধা জানাতে চান সুকান্তকেও। অন্য দিকে বিভূতিভূষণের বউমা দিন কয়েক আগেই বাসভবনের পাশে একটি বহুতল ওঠা নিয়ে অভিযোগ জানান। শোনা যাচ্ছে বিভূতি ভিটেতেও পা পড়তে পারে নাড্ডার।

এখনও পর্যন্ত জানা যাচ্ছে, বিজেপির নৈহাটির খ্যাতনামা ব্যক্তি বন্দনার এই তালিকায় রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক হরপ্রসাদ শাস্ত্রী, ব্রাক্ষ্ম আন্দোলনের পুরোধা কেশবচন্দ্র সেন, আধুনিক বাংলা গানের খ্যতনামা শিল্পী, সুরকার, গীতিকার শ্যামল মিত্র, বিশিষ্ট ঔপন্যাসিক সমরেশ বসু, বৈষ্ণব পদাবলি গানে স্বনামধন্য কানাই বৈরাগী-সহ আরও অনেকে। উঠে আসছে হাল আমলের রাঘব চট্টোপাধ্যায়দের নামও। তবে সূত্রের খবর এই তালিকা এখনও চূড়ান্ত নয়। চলছে শেষ সময়ের ঘষামাজা। চূড়ান্ত তালিকা অনুযায়ী ২৫ তারিখ মনীষীদের ভিটেয় শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা যাবে জে পি নাড্ডাকে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাঙালির মন পেতে বাঙালি-মনীষা বন্দনায় ঝুঁকেছে বিজেপি। বিবেকানন্দর জন্মজয়ন্তীতে নানা কর্মসূচি নিতে দেখা গিয়েছে বিজেপিকে। এমনকি রামকৃষ্ণ পরমহংসের জন্মতিথিতেও বাংলায় ট্যুইট করেন নরেন্দ্র মোদিও। মোদির বঙ্কিম-প্রেম সামনে আসার পরে এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামও।

Published by:Arka Deb
First published:

Tags: J P Nadda