হোম /খবর /কলকাতা /
২০০ আসন পেয়ে ক্ষমতায় আসব, কলকাতায় হুঙ্কার জেপি নড্ডার

২০০ আসন পেয়ে ক্ষমতায় আসব, কলকাতায় হুঙ্কার জেপি নড্ডার

মুকুল-সঙ্গে জে পি নড্ডা। ছবি অরূপ দত্ত।

মুকুল-সঙ্গে জে পি নড্ডা। ছবি অরূপ দত্ত।

তাঁর কথায়, রাজ্যে বর্তমান সরকারের অসহিষ্ণুতার জন্য দায়ী তৃণমূল। বিজেপি কর্মীদের মৃত্যুর জন্যেও শাসকদলকে দায়ী করেন নড্ডা।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ্যে পা রেখেই রীতিমতো হুঙ্কার দিলেন জেপি নড্ডা। এদিন কলকাতা বিমানমন্দর থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা সরাসরি চলে আসেন হেস্টিংসে, নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনে, সেখান থেকেই আক্রমণ শানালেন নড্ডা।

তাঁর কথায়, রাজ্যে বর্তমান সরকারের অসহিষ্ণুতার জন্য দায়ী তৃণমূল। বিজেপি কর্মীদের মৃত্যুর জন্যেও শাসকদলকে দায়ী করেন নড্ডা। সরাসরি আক্রমণ শানান মুথ্যমন্ত্রীর নাম নিয়ে। তৃণমূলকে পরিবারকেন্দ্রিক দল বলেও কটাক্ষ করেন নড্ডা। এইখান থেকেই নড্ডা দাবি করেন, বাংলায় ২০০ আসন পাবেন তারা। উৎখাত করবেন মমতার সরকারকে।

হেস্টিংসে নড্ডাকে বরণ করার জন্য যেমন দলের সমর্থকদের প্রস্তুতি ছিল, তেমনই ছিল বিরোধিতাও। একদল বিরোদী নড্ডাকে কালো পতাকাও দেখান। হেস্টিংস থেকে নড্ডা সোজা চলে যান ভবানীপুরে। গৃহ সম্পর্ক অভিযান শুরু হয়। অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।

মমতার গড় বলে একদা খ্যাত ৭২ নং ওয়ার্ড এদিন কার্যত ভেঙে পড়ে নড্ডা পৌঁছনোয়। এখান থেকেই জিতে মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ২০১৯ সালে লোকসভায় এখানে খারাপ ফল করে তৃণমূল। রাজনৈতিক বার্তা দিতেই এই জায়গাকে বেছে নিয়েছিলেন জগৎপ্রকাশ নাড্ডা। সেখানে ৪৩ টি বাড়িতে ঘুরে ঘুরে মানুষের অসুবিধের খবর নেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। যদিও ঘিঞ্জি গলিতে ব্যপক বিশৃঙ্খলার কারণে দ্রুত ওই জায়গা ছাড়তে হয় তাঁকে। এর পর কালীঘাটে যাওয়ার কথা রয়েছে নড্ডার।

Published by:Arka Deb
First published:

Tags: BJP, J P Nadda, JP Nadda in Kolkata