• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বাড়ি থেকে উদ্ধার ৮ ফুট লম্বা অজগড়কে বন্ধু বানিয়ে খেলাতে মত্ত ৭ বছরের ছেলে, ভাইরাল ভিডিও

বাড়ি থেকে উদ্ধার ৮ ফুট লম্বা অজগড়কে বন্ধু বানিয়ে খেলাতে মত্ত ৭ বছরের ছেলে, ভাইরাল ভিডিও

একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৮ ফুট লম্বা অজগড়৷ অজগড়কে বাড়ির বাইরে বের করে ছেড়ে দেয় বাসিন্দারা ৷ সেই সময় সাত বছরের একটি ছেলে তার সঙ্গে খেলতে শুরু করে দেয় ৷

একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৮ ফুট লম্বা অজগড়৷ অজগড়কে বাড়ির বাইরে বের করে ছেড়ে দেয় বাসিন্দারা ৷ সেই সময় সাত বছরের একটি ছেলে তার সঙ্গে খেলতে শুরু করে দেয় ৷

একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৮ ফুট লম্বা অজগড়৷ অজগড়কে বাড়ির বাইরে বের করে ছেড়ে দেয় বাসিন্দারা ৷ সেই সময় সাত বছরের একটি ছেলে তার সঙ্গে খেলতে শুরু করে দেয় ৷

 • Share this:

  #আগ্রা: ৮ ফুট লম্বা বিশালাকার অজগড়ের সঙ্গে খেলায় মত্ত সাত বছরের ছোট ছেলে ৷ শুনলেই যেন গা শিউরে উঠে ৷ তবে সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ নিবোহারা এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৮ ফুট লম্বা অজগড়৷ অজগড়কে বাড়ির বাইরে বের করে ছেড়ে দেয় বাসিন্দারা ৷ সেই সময় সাত বছরের একটি ছেলে তার সঙ্গে খেলতে শুরু করে দেয় ৷

  বাচ্চাটি যখন অজগড়ের সঙ্গে খেলায় মত্ত, তখন সেখানে উপস্থিত বাসিন্দারা তারা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ৷ আপলোড হওয়ার মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় ৷ ভিডিও দেখে মনে হবে অজগড়টি যেন একটি খেলনা ৷

  আগ্রার এই এলাকায় মাঝেমধ্যেই অজগড় উদ্ধার হওয়ার খবর সামনে এসে থাকে ৷ তাজমহলের আশপাশের এলাকায় অজগড়ের একাধিক বাস রয়েছে ৷

  Published by:Dolon Chattopadhyay
  First published: