#দমদম: দমদমেও এবার মোমো আতঙ্ক ৷ প্রথমে hi, hello ৷ তারপর সরাসরি খেলার প্রস্তাব ৷ এই ঘটনাকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ৷
রবিবার ছুটির দিনে পরিবারের সঙ্গে গল্প করতেই ব্যস্ত ছিলেন তথ্যপ্রযুক্তি কর্মী ৷ আচমকাই রাতে তার হোয়াটসঅ্যাপে ঢোকে মোমোর মেসেজ ৷ ‘Hi I'm momo’ ৷ তবে, প্রথমে মোমোর মেসেজ উপেক্ষা করে যান তথ্যপ্রযুক্তি কর্মী ৷ কিন্তু পরে আবার মেসেজ ঢোকে ৷ এবার সরাসরি খেলার প্রস্তাব ৷ তখনই চমকে যান তিনি ৷ ওই নম্বরটির বিরুদ্ধে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তথ্যপ্রযুক্তি কর্মী ৷
ছেলের ফোনে মেসেজ ঢুকতেই আতঙ্কিত হয়ে পরেন তথ্যপ্রযুক্তি কর্মীর পরিবার ৷ দমদম থানার পুলিশ তথ্যপ্রযুক্তি কর্মীকে নম্বরটি ব্লক করার পরামর্শ দেয় ৷ কিন্তু এরপরও রেহাই মেলেনি ৷ ফের আজ সকালে মোমোর মেসেজ আসায় আতঙ্কিত হয়ে পরেন তিনি ৷ লালবাজার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন দমদমের যুবক ৷
আরও পড়ুন: মোমো বলল Hi I'm Momo, পুলিশের পাল্টা I'm Chowmein
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ছড়িয়েছে মোমো আতঙ্ক ৷ ইতিমধ্যেই মারণ গেম মোমোর বলি কার্শিয়াঙের স্কুলছাত্র ৷ গত বুধবার মোমো-গেমের ফাঁদে পড়ে কার্শিয়ঙের ছাত্র মণীশ সারকি আত্মহত্যা করে। আতঙ্ক এখন ছড়িয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ৷ কোথাও মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে মোমো খেলার চ্যালেঞ্জ, আবার কোথাও মোমো অ্যাপ ডাউনলোড করার পরই বিপত্তি ৷ ডিলিট করলে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।