#কলকাতা: গভীর সমুদ্রে মাছের অবস্থান জানিয়ে দেবে উপগ্রহ। আর সেই তথ্য চলে আসবে মৎস্যজীবীদের মোবাইলে। জানালেন ইসরোর প্রাক্তন কর্তা কিরণ কুমার। সম্প্রতি কলকাতায় এসে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের কাজকর্ম ঘুরে দেখেন এই পদ্মশ্রী প্রাপক বিজ্ঞানী।
ঘূর্ণিঝড়ের সংকেত আরও সুস্পষ্টভাবে দিতে পারবেন বিজ্ঞানীরা। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বা বাতাসের গতিপথ আগাম জানাতে পারবেন আবহাওয়া বিজ্ঞানীরা। শুধু এখানেই থেমে নয়, এবার মৎস্যজীবীদের জন্য শুধু ঘূর্ণিঝড়ের সতর্কতাবার্তাই নয়, কোথায় কোথায় গভীর সমুদ্রে মাছ রয়েছে, সেই বার্তাও জানাবে উপগ্রহ।
ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এ এস কিরণ কুমার বলেন, মৎস্যজীবীদের ট্রলারে একটি চিপ লাগানো থাকবে। যার মাধ্যমে উপগ্রহের তথ্য আসবে। আর মৎস্যজীবীদের মোবাইলে চলে আসবে বার্তা। কোন দিকে গেলে বেশি মাছ পাওয়া যাবে। কোন সময় সমুদ্র থেকে ফিরে আসতে হবে সব সম্পর্কে আগাম তথ্য দেওয়া হবে। পুরো পদ্ধতি ডিজিটালি জানা যাবে স্মার্টফোনে।
এসবের সুবিধা আর্থ অবজারভেশন স্যাটেলাইট ৬ বা ওশেন-স্যাট এর মাধ্যমে মিলবে বলে জানা গিয়েছে। আগের থেকে অনেকটাই উন্নত এই স্যাটেলাইট এমনটাই জানালেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। এ এস কিরণ কুমার বলেন, ভারতের মতো বড় একটা দেশে মৎস্যজীবী এবং অর্থনীতিতেও এর প্রভাব রয়েছে। এই সুবিধার ফলে একদিকে অর্থনীতি যেমন অনেকটা এগিয়ে যাবে, তেমনি সামাজিক ক্ষেত্রেও মৎস্যজীবীরা সুবিধা পাবেন।
আরও পড়ুন, জামিন পাওয়ার পরেও ফের গ্রেফতার সাকেত! নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে ক্ষুব্ধ TMC
কিরণ কুমার নিজের দায়িত্বে চন্দ্রযান এক এবং মঙ্গলযান সফলভাবে উৎক্ষেপণ করেছিলেন। তারপর চন্দ্রযান ২ উৎক্ষেপণ সফল হলেও, সম্পূর্ণ সফলতা পায়নি। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান আশা করছেন আগামী বছরে চন্দ্রজান ৩ সাফল্য আনবে ভারতের মহাকাশ গবেষণায়।উপগ্রহ উৎক্ষেপণে সারাবিশ্বে ভারতের বিদেশ নীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন কিরণ কুমার।
আরও পড়ুন, তিনদিনে ২ বার গ্রেফতার? সাকেতের আবেদন নিয়ে সোচ্চার তৃণমূল! গুজরাতে প্রতিনিধি দল
কলকাতায় বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্রে সরকারি সাহায্যকে সাধুবাদ জানালেন তিনি। পদ্মশ্রী এই বিজ্ঞানীকে কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের বিভিন্ন কার্যকলাপ ঘুরে দেখান কলকাতার এই বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্ণধার সন্দীপ চক্রবর্তী। প্রাক্তন ইসরোর চেয়ারম্যান মনে করেন এভাবে মহাকাশের কাজ নিয়ে গবেষণা এবং আঞ্চলিক উদ্যোগের ফলে আরও বেশি করে ভারতবাসী এর সুফল পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।