হোম /খবর /কলকাতা /
২৮ ফেব্রুয়ারির মধ্যে আসন রফা করতে হবে, বাম-কংগ্রেসকে চরম সীমা বেঁধে দিল আইএসএফ

২৮ ফেব্রুয়ারির মধ্যে আসন রফা করতে হবে, বাম-কংগ্রেসকে সময়সীমা বেঁধে দিল আইএসএফ

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

আগামী বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করা নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের সঙ্গে আলোচনা শুরু করেছে আইএসএফ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: জোটে যোগ দেওয়ার জন্য বাম- কংগ্রেসকে চরম সময়সীমা বেঁধে দিলেন ইন্ডিয়ান ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকি৷ একটি সভা থেকে আব্বাস এ দিন আব্বাস সাফ জানিয়ে দিয়েছেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাম-কংগ্রেস জোট যদি তাঁর দলের সঙ্গে আসন রফা চূড়ান্ত না করে তাহলে একাই নির্বাচনে লড়বে আইএসএফ৷

আগামী বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করা নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের সঙ্গে আলোচনা শুরু করেছে আইএসএফ৷ সূত্রের খবর, বামেদের সঙ্গে আসনরফার বিষয়টি অনেকটা এগিয়ে গেলেও কংগ্রেসের সঙ্গে আলোচনায় জটিলতা রয়ে গিয়েছে৷ কারণ আইএসএফ যে আসনগুলি চাইছে, তার মধ্যে এমন বেশ কিছু আসন রয়েছে যেখানে ২০১৬ সালে কংগ্রেস জিতেছিল৷ সেই আসনগুলি ছাড়তে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ সবমিলিয়ে বাম কংগ্রেসের থেকে ৪৫টি আসন চেয়েছে আইএসএফ৷

এর পাশাপাশি সোমবারই আইএসএফ প্রধান জানিয়ে দিয়েছিলেন, দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড় আসনে তারা প্রার্থী দেবেনই৷ এক্ষেত্রে বাম- কংগ্রেসের আপত্তিও তিনি শুনবেন না৷ আবার আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম বা মিম-এর সঙ্গেও যে তিনি সুসম্পর্ক রেখে চলতেই আগ্রহী, তাও এ দিন জানিয়ে দিয়েছেন আব্বাস৷

Published by:Debamoy Ghosh
First published: