#কলকাতা: রোজভ্যালি কাণ্ডে নয়া তথ্য সিবিআই-এর হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও গৌতম কুণ্ডুর মোবাইলের কললিস্ট ঘেঁটে, দু’জনের যোগাযোগের একাধিক সূত্র হাতে এসেছে। দু’জনেই তিনটি বিশেষ নম্বরে একাধিকবার ফোন করেন। তার মধ্যে একটি নম্বর এক সাংসদের। তাঁকে সারদাকাণ্ডেও সমন পাঠানো হয়েছে।
সারদা ও রোজভ্যালি কাণ্ডের মধ্যে কি কোনও যোগসূত্র রয়েছে? দুটি সংস্থা আলাদা হলেও, একই কায়দায় তারা বাজার থেকে টাকা তোলে। কিন্তু, ব্যবসা বাড়াতে দুটি সংস্থাই কি একই ধাঁচে রাজনৈতিক নেতাদের কাজে লাগায়? এখনই নিশ্চিত না হলেও, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও গৌতম কুণ্ডুর মোবাইলের কললিস্ট সেদিকেই ইঙ্গিত করছে বলে সিবিআইয়ের দাবি।
সুদীপ-গৌতম কমন লিঙ্ক
এই সূত্র থেকেই সিবিআইয়ের ধারণা, সারদা ও রোজভ্যালি কেলেঙ্কারি কোথাও একই সূত্রে গাঁথা। গোয়েন্দাদের দাবি, ওই সাংসদ ও গৌতম কুণ্ডুর মধ্যে পরিচয় করিয়ে দেন সুদীপই।
সিবিআইয়ের দাবি- গৌতম কুণ্ডু ওই সাংসদের কাছে বেসরকারি মেডিক্যাল কলেজ গড়ার ইচ্ছাপ্রকাশ করেন- সিবিআই জানতে পেরেছে, গৌতম কুণ্ডুর থেকে ওই সাংসদ নিজে টাকা নেননি- কিন্তু, তাঁর মাধ্যমে পরিচয় হওয়া এক বিধায়ককে প্রায় নয় কোটি টাকা দেন গৌতম কুণ্ডু- গৌতমকে সমস্ত সাহায্যের আশ্বাসও ওই বিধায়ক- পরে সেই মেডিক্যাল কলেজ আর হয়নি
দক্ষিণ কলকাতার একটি নামী স্কুলকে ৭৫ লক্ষ টাকা ডোনেশন দেওয়া নিয়েও জট কাটেনি সিবিআইয়ের। ওই স্কুলে ভরতি হয় গৌতম কুণ্ডুর ছেলে। গোয়েন্দাদের দাবি, গৌতমের ছেলেকে নামী স্কুলে ভরতি করানোর জন্য প্রভাব খাটান সুদীপ বন্দ্যোপাধ্যায়। গত পাঁচ ও ছয় জানুয়ারি স্কুলকে দেওয়া মোটা টাকার নথিপত্র খতিয়ে দেখে সিবিআই। কিন্তু, তাতে সন্তুষ্ট নন গোয়েন্দারা। শনিবারও ফের স্কুলকর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়।