Home /News /kolkata /
বাইকে করেই ঘুরতে বেরিয়ে পড়ুন অ্যাডভেঞ্চার ট্যুরে! দায়িত্ব নেবে IRCTC

বাইকে করেই ঘুরতে বেরিয়ে পড়ুন অ্যাডভেঞ্চার ট্যুরে! দায়িত্ব নেবে IRCTC

এই মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে এই এডভেঞ্চার ট্যুর|

  • Share this:

#কলকাতা: আপনার কাছে বাইক আছে? বইকে লং ট্যুর করতে চান কিন্তু সঙ্গীর অভাবে আপনি সেই ট্যুর করতে পারছেন না ? ইচ্ছা থাকলেও এবার উপায়ও আছে | কোভিড পরিস্থিতিতে বাইকে ঘুরতে যাওয়ার প্রবণতা বেড়েছে, তাই সেই প্রবণতার কথা মাথায় রেখেই এবার ভারতীয় রেলের টুরিজম সংস্থা IRCTC শুরু করতে চলছে এডভেঞ্চার ট্যুর | সকালে কলকাতা থেকে বেরিয়ে বাঁকুড়ার জয়পুর জঙ্গল পর্যন্ত শুরু হচ্ছে বাইক ট্যুর | মাত্রা ২৮০০ টাকায় সকালে কলকাতা থেকে বাঁকুড়া ঘুরে রাতেই আবার ফেরা বাড়িতে | সারাদিন খাওয়াদাওয়া , হইহুল্লোড় করে প্রকৃতিকে চেনানোর উদ্দেশ্যেই এই ভাবনা |

এই মাসের ২০  তারিখ থেকে শুরু হচ্ছে এই এডভেঞ্চার  ট্যুর | IRCTC-র গ্রপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্রা জানান " প্রথম ট্যুরের জন্য যে টাকা ধার্য্য করা হয়েছে পরবর্তী কালে চাহিদা মতো খরচ কমানো হবে | যাদের নিজেদের বাইক আছে তারা নিজেদের বাইক নিয়ে যেতে পারবেন তবে সেই বাইক হতে হবে 200 CC৷ এমন বাইকই এই ট্যুরের জন্য বাঞ্চনীয় | যাদের 200CC বাইক নেই, অথচ এই ট্যুর করতে আগ্রহী তাদের জন্য IRCTC বাইক দেবে | তার জন্য অবশ্য কিছু বাড়তি অর্থ গুনতে |

ডালহৌসি থেকে শুরু হওয়া বাইক ভ্রমণের থাকবেন অভিজ্ঞ বাইক রাইডার| থাকবেন মেকানিক, যাতে রাস্তায় কোনও গাড়ির সমস্যা হলে কোনও সমস্যা হবে না| হাওড়া স্টেশন সহ শহরের বড় বড় স্টেশনে থাকবে বুকিং কিয়স্ক | মোবাইল অ্যাপসের মাধম্যে করা যাবে বুকিং | তাহলে আর দেরি কেন, বাইকে করে ঘুরতে পছন্দ করেন যারা, তারা বেড়িয়েই পড়ুন এই বাইক ট্যুরে৷ করোনার সময় একেবারে শারীরিক দূরত্ব বজায় রেখে মন ভরান প্রাকৃতিক সৌন্দর্যে৷

Published by:Pooja Basu
First published:

Tags: IRCTC, South bengal news

পরবর্তী খবর