#কলকাতা: নিউজ ১৮ বাংলার খবরের জের। মরা মুরগির মাংস বিক্রি বন্ধ করতে শহরের বিভিন্ন বাজারে কলকাতা পুরসভার অভিযান। মরা মুরগির মাংস আতঙ্কে ভুগছে রেলও। ১১৬টি খাবার সরবারহকারী সংস্থার ওপর বিশেষ নজরদারি আইআরসিটিসির।
শহরতলি থেকে শহরের অলিগলি। দেদার বিকোচ্ছে মরা মুরগি। বেআইনি এই কারবারে রাশ টানতে কলকাতা পুরসভার বিশেষ নজরদারি। বরফ বা ফরমালিন দেওয়া মুরগি বেচাকেনা বন্ধ করায় উদ্যোগী পুরসভা। মরা মুরগি বিরিয়ানি বা রেডিমেড অন্য খাবারে মেশানো হচ্ছে কিনা, বিভিন্ন বাজারে ঘুরে তাও খতিয়ে দেখেন পুর আধিকারিকরা। বিশেষ অভিযান চালানো হয় নিউমার্কেট, উল্টোডাঙা বাজারে। মাংসের দোকানগুলি থেকে সংগ্রহ করা হয় নমুনা। অভিযান চলে ওইসব এলাকার হোটেলগুলিতেও। যদিও, মরা মুরগি বিক্রির কথা অস্বীকার করেছেন বিক্রেতারা। মরা মুরগির খাবার নিয়ে আতঙ্কে রেলও। রেলে খাবার সরবারহ করে এমন ১১৬টি সংস্থার ওপর নজরদারি শুরু করেছে আইআরসিটিসিও। সরবারহকারি সংস্থা কোথা থেকে মুরগির মাংস কিনছে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। চলন্ত ট্রেন ও স্টেশনের ফুড প্লাজাগুলিতেও চলবে নজরদারি। দেবাশিস চন্দ, গ্রুপ জেনারেল ম্যানেজার, আইআরসিটিসি মরা মুরগির রমরমা ব্যবসা বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে, পুর আধিকারিকদের মতে, সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। রেলের বক্তব্য, মান বজায় রাখতে প্রয়োজনে রেলের খাবারের দামও বাড়ানো হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead Chicken, IRCTC