• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • নারদকাণ্ডে CBI-এর কাছে হাজিরা ইকবাল আহমেদের

নারদকাণ্ডে CBI-এর কাছে হাজিরা ইকবাল আহমেদের

নারদকাণ্ডে CBI-এর কাছে হাজিরা ইকবাল আহমেদের

নারদকাণ্ডে CBI-এর কাছে হাজিরা ইকবাল আহমেদের

নারদকাণ্ডে CBI-এর কাছে হাজিরা ইকবাল আহমেদের

 • Share this:

  #কলকাতা: বহু টালবাহানার পর অবশেষে নিজাম প্যালেসে হাজির ইকবাল আহমেদ ৷ খানাকুলের বিধায়কের সঙ্গে রয়েছেন তাঁর মেয়ে ও আইনজীবী ৷  ইকবালের বয়ান রেকর্ড করবে CBI ৷

  নারদকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদকে নোটিস পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ থাকলেও আসেননি পুরসভার ডেপুটি মেয়র । আইনজীবী মারফত সিবিআইকে চিঠি পাঠান ইকবাল আহমেদ। রামজন মাস ও অসুস্থতার জন্য হাজিরার সময় এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করেন তিনি।

  নারদকাণ্ডে তেরো অভিযুক্তের মধ্যে ইকবাল আহমেদকেই প্রথম নোটিস পাঠায় সিবিআই। ১৬ এপ্রিল নারদ তদন্তে ১৩ জনের নামে FIR করে সিবিআই। ম্যাথু স্যামুয়েলকে কয়েকবার তলব করা ছাড়া তদন্ত এগোয়নি। গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি নারদ তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই তৎপর হয় সিবিআই।

  First published: