• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • নারদ হুলে SIT-এর মুখোমুখি আইপিএস মির্জা, চলল তিন ঘণ্টার জেরা

নারদ হুলে SIT-এর মুখোমুখি আইপিএস মির্জা, চলল তিন ঘণ্টার জেরা

নারদকাণ্ডের তদন্তে আইপিএস এসএমএইচ মির্জাকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারও।

নারদকাণ্ডের তদন্তে আইপিএস এসএমএইচ মির্জাকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারও।

নারদকাণ্ডের তদন্তে আইপিএস এসএমএইচ মির্জাকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারও।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: নারদকাণ্ডের তদন্তে আইপিএস এসএমএইচ মির্জাকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারও।

  বুধবার লালবাজারে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় মির্জাকে। রেকর্ড করা হয় তাঁর বয়ান। ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে এই গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া  । লালবাজার সূত্রে খবর, মির্জার পর এবার নারদকর্তার জন্য ঝাঁপাবে সিট।

  স্টিং অপারেশনের শুরুতেই দেখা গিয়েছিল তাঁকে। কখনও সোফায় গা এলিয়ে ফোনে কথা বলছেন। কখনও আবার রেস্তোরাঁয় বসে খেতে খেতেই চলছে আলোচনা। নারদ-ভিডিওয় ঘুরে-ফিরে এসেছেন বর্ধমানের তৎকালীন পুলিশ সুপার এসএমএইচ মির্জা। ।

  নারদকাণ্ডের তদন্তে এবার এই আইপিএসকেই তলব করেছিল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। বুধবার লালবাজারে মির্জাকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিট-এর সদস্যরা। পুরো প্রক্রিয়া চলাকালীন উপস্থিত ছিলেন তদন্তকারী দলের প্রধান, পুলিশ কমিশনার রাজীব কুমার ও জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গর্গ।

  সিট ও মির্জা নারদকাণ্ড প্রশ্নোত্তর পর্ব

  SIT - নারদ ভিডিওয় দু'বার আপনাকে দেখা গিয়েছ। এর বাইরে কতবার দেখা হয়েছে স্যামুয়েলের সঙ্গে?

  মির্জা- আরও দু'বার দেখা হয়েছে -----------------

  SIT - কার মাধ্যমে পরিচয়? মির্জা- এক রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে পরিচয় ৷ ----------------------

  SIT -স্যামুয়েলের সঙ্গে কতদিন ধরে পরিচয়? মির্জা-নির্দিষ্টভাবে মনে নেই। তবে খুব বেশিদিন নয় ৷ -------------------------------

  SIT- আপনি কি টাকা নিয়েছিলেন? মির্জা- না -------------

  SIT- আপনাকে আবার ডাকা হতে পারে। আপনি রাজি? মির্জা- হ্যাঁ ডাকলেই আমি আসব। তদন্তে সহযোগিতা করব ৷

  এছাড়াও আরও বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয় মি‍র্জাকে।  লালবাজার সূত্রে খবর, আবারও ডাকা হতে পারে তাঁকে ৷  মির্জার পর সিট-এর টার্গেট এবার স্বয়ং নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল।

  First published: