#কলকাতা: দেব, মুনমুন সেন, সোহমের পথে এবার ইন্দ্রাণী হালদার ৷ একুশের সভামঞ্চে তৃণমূলে যোগ দিলেন দর্শকের প্রিয় ‘গোয়েন্দা গিন্নি’ ৷ মঞ্চে টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী ও শাসকদলের সমস্ত নেতা মন্ত্রীদের উপস্থিতি ইন্দ্রাণী হালদারের হাতে দলীয় পতাকা তুলে দেন নেত্রী ৷
গত বছরও একুশের মঞ্চকে সাক্ষী রেখেই তৃণমূলে যোগ দিলেন সিপিএম-কংগ্রেসের নির্বাচিত একাধিক জনপ্রতিনিধিরা। এমনকী, দলবদলের ঠেলায় কালিয়াগঞ্জ পুরবোর্ডও চলে আসে তৃণমূলের দখলে।
বছর বছর ১৩ জনের মৃত্যুর প্রতিবাদে ফিরে ফিরে আসে যে সমাবেশ, তারই মঞ্চ থেকে এদিন সেই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গুলি চালানো নিয়ে গঠিত কমিশনের অনুমোদন অনুসারে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করল সরকার ৷
২১ জুলাই গুলি চালানো নিয়ে কড়া অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার ৷ যারা গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন করে এফআইআর করবে রাজ্য ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণতন্ত্র মেনে জ্যোতি বসু, বুদ্ধদেববাবুকে ছোঁব না ৷’ যাতে চমকৃত রাজনৈতিক মহল ৷