কলকাতা: পাঁচ দশকের সম্পর্ক শেষ। বন্ধ হয়ে গেল চিনা দৈনিক সংবাদপত্র ‘সিওং পাও’। কলকাতা থেকে প্রকাশিত হত এই দৈনিক। শুধু তাই নয়, এটি ছিল ভারত থেকে প্রকাশিত একমাত্র চিনা সংবাদপত্র।
একসময় ভারত থেকে প্রকাশিত হত বেশ কয়েকটি চিনা সংবাদপত্র। কিন্তু ধীরে ধীরে সবকটিই বন্ধ হয়ে যায়। শিবরাত্রির সলতের মতো টিকে ছিল ‘সিওং পাও’। কুও সাই চ্যাং-এর সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হত এই সংবাদপত্র। কিন্তু অবশেষে বন্ধ হয়ে গেল এটাও।
৩০ বছর ধরে এই দৈনিকের সম্পাদকের দায়িত্ব ছিলেন কুও সাই চ্যাং। করোনা অতিমারীর সময় থেকে শুরু হয় টালমাটাল। বন্ধ হয়ে যায় ছাপাখানা। ২০২০ সালের জুলাই মাসে মারা যান কুও সাই চ্যাং। তাঁর মৃত্যুই সিওং পাও-এর উপর বলির খাঁড়ার মতো নেমে আসে।
সিওং পাও মান্দারিন ভাষার সংবাদপত্র। স্বাভাবিকভাবে চাইনিজ মানুষদের মধ্যেই এর জনপ্রিয়তা। কিন্তু করোনার আগে থেকে তাতেও ভাঁটা পড়তে শুরু করে। লকডাউনের আগে দৈনিক ২০০ কপি ছাপা হত সিওং পাও। দাম ছিল আড়াই টাকা। ঐতিহ্যরক্ষায় কোনওমতে সেটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন কুও সাই চ্যাং। কিন্তু তাঁর মৃত্যু কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল।
সিওং পাও-এর অফিসে এলোমেলো ছড়িয়ে রয়েছে কাটা কাগজের স্তূপ। ঘর জুড়ে শুধু কালির গন্ধ। করোনার আগে মাত্র ৪ ঘণ্টা খোলা থাকত সংবাদপত্রের অফিস। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত।
কলকাতায় চিনের কনস্যুলেট জেনারেল ঝা লিউ সিওং পাও প্রসঙ্গে বলেন, ‘কঠোর পরিশ্রমের স্মৃতি হয়ে রয়ে গেল’। তবে এই দৈনিক আবার চালু করার ব্যাপারে আশাবাদী লিউ। তাঁর কথায়, ‘আমি যতদূর জানি কলকাতার ট্যাংরা এবং টেরিটি বাজারের চিনা সম্প্রদায়ের মানুষজন এই সংবাদপত্র আবার চালু করতে চায়। যদিও এই কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং’। সামান্য থেমে তিনি যোগ করেন, ‘করোনার ধাক্কাতেই সাংবাদপত্রটা বন্ধ হয়ে গেল। তবে এটা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে সত্যিকারের ক্ষতি হবে’।
প্রসঙ্গত বলে রাখা ভাল, ‘ওভারসিজ চাইনিজ কমার্স অফ ইন্ডিয়া’ বা ‘সিওং পাও’ চিনা ভাষার প্রথম সংবাদপত্র নয়। ১৯৩৫ সালে প্রথম চিনা সংবাদপত্র ‘দ্য চাইনিজ জার্নাল অফ ইন্ডিয়া’ ভারত থেকে প্রকাশিত হত। সিওং পাও প্রথম প্রকাশিত হয় ১৯৬৯ সালে। মূলত ব্যবসা সংক্রান্ত খবরাখবরই এর পাতায় জায়গা পেত। ভারতের চিনাদের কাছে এই সংবাদপত্র ছিল গর্বের জায়গা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, India China