#কলকাতা: শহরে এসেছেন ইংরেজদের হোয়াইওয়াশ করতে ৷ বিমানবন্দরে নেমেই অবশ্য সিটি অফ জয় নিয়ে ‘ফার্স্ট ইম্প্রেশন’টা এবার খুব একটা ভাল হল না টিম কোহলির ৷ কারণ বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে ক্রিকেটারদের টিম বাস পড়ল তীব্র যানজটের মুখে !
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমোহন সিং-ও এখন কলকাতায় ৷ শহরের এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে শুক্রবার যোগ দিতে যাওয়ার কথা ছিল মনমোহন সিং-এর ৷ এর জন্য সায়েন্স সিটির কাছে ‘মা’ ফ্লাইওভারে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছিল কলকাতা পুলিশ ৷ সব গাড়িকেই ফ্লাইওভারে নীচ দিয়ে যাওয়ার কথা বলা হয় ৷ এর জন্য সৃষ্টি হয় তীব্র যানজট ৷ সেই যানজটে আটকে পড়ে ভারতীয় ক্রিকেটারদের টিম বাসও ৷
প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় যানজটে দাঁড়িয়ে ছিল বিরাটদের বাস ৷ এই ঘটনায় স্বভাবতই ক্ষব্ধ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ দমদম বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতে পাক্কা দু’ঘণ্টা লেগে যায় টিম ইন্ডিয়ার ৷ এর ফলে শহরের ট্র্যাফিক ম্যানেজমেন্ট নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ ভারতীয় দল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Team Bus, Kolkata Traffic, Traffic Jam, Virat Kohli