হোম /খবর /কলকাতা /
বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে নেতিবাচক প্রচার চাইছে না রেল

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে নেতিবাচক প্রচার চাইছে না রেল

বন্দেভারত এক্সপ্রেস নিয়ে নেতিবাচক প্রচার চাইছে না রেল

বন্দেভারত এক্সপ্রেস নিয়ে নেতিবাচক প্রচার চাইছে না রেল

যাত্রীদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিচ্ছেন রেল আধিকারিকরা ৷ 

  • Share this:

আবীর ঘোষাল, কলকাতা: বেশ কিছুদিন বন্ধ থাকার পরে, ফের বন্দে  ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটল। এর ফলে যাত্রীদের মধ্যে যাতে কোনও নেতিবাচক ধারণা না তৈরি হয়, তা দেখতে সতর্ক রেল প্রশাসন। একদিকে যাত্রী নিরাপত্তার কথা ভেবে পদক্ষেপ। অন্যদিকে যাত্রী নিরাপত্তার প্রশ্নে আপোষ করা হবে না বলে বার্তা দু'টিই দিতে চাইছেন তারা।

মূলত যাত্রী নিরাপত্তার কথা ভেবেই কড়া পদক্ষেপ করতে তৎপর রেল। তবে ইট ছোড়ার ঘটনায় যাত্রীরা যাতে কোনওভাবেই উদ্বিগ্ন না হয়ে পড়েন, তার জন্য রেলের পক্ষ থেকে আশ্বস্তও করা হয়েছে। পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন, "যাত্রীরা কোনওভাবেই উদ্বিগ্ন হবেন না। যাত্রীদের কোনও অসুবিধা হবে না। তবে ট্রেনকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনা এর আগেও ঘটেছে। এটা নতুন কিছু নয়। যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনও বিষয় নয়।” কেন্দ্র যে ট্রেনটিকে সরকারের গতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরতে সচেষ্ট, তাকে নিয়ে নেতিবাচক প্রচার কার্যত এড়াতে চাইছে রেল।

আরও পড়ুন- রাশিফল ১৩ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন

পূর্ব রেলের এক কর্তা জানিয়েছেন, ‘‘ট্রেনে পাথর ছোড়ার প্রবণতা একটা সামাজিক ব্যাধি। অপরাধ হিসেবে এর মোকাবিলা করার পাশাপাশি স্থানীয় স্তরে এই বিষয়ে সচেতনতাই ওই প্রবণতা রুখতে পারে।’’ ওই ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় রাজনৈতিক তরজাও রয়েছে বঙ্গে। এক রেলকর্তা বলেন, ‘‘ট্রেনে পাথর ছোড়ার ঘটনা অনেক জায়গাতেই ঘটে। সেই সব ক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ-আরপিএফ সমন্বয় ছাড়াও বিশেষ প্রচারে কাজ হয়। কিন্তু পাথর ছোড়ার ঘটনা বারবার সংবাদমাধ্যমে আলোচিত হলে গুরুত্ব পাওয়ার নেশা ওই প্রবণতায় ইন্ধন জোগাতে পারে।’’

আরও পড়ুন- অভিনয় ছিল রক্তে! অথচ কাপুর পরিবারের সন্তান হয়েও ‘ফ্লপ অভিনেতা’ হিসেবেই পরিচিত শশী কাপুরের দুই পুত্র

আপাতত পরিষেবা দিয়ে যাত্রীদের সন্তুষ্ট করার কাজেই মন দিচ্ছেন রেল-কর্তৃপক্ষ। এক রেলকর্তা জানিয়েছেন, ‘‘এমন একটা ট্রেন নিয়ে অহেতুক বিতর্ক কাম্য নয়। তার পরিষেবা উন্নত করা গুরুত্বপূর্ণ।’’ ২০২২ সালে দেশে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ১৫০৩টি ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে ৪৮৮ জনকে। আপাতত রেল লাইনের উভয় পাশে সচেতনতা প্রচার করছে রেল।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Indian Railways, Vande Bharat Express