#কলকাতা: শুক্রবার থেকে কলকাতায় ঐতিহাসিক দিনরাতের টেস্ট ম্যাচ। মাঠে বসে খেলা দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুজনের মধ্যে হবে ঘরোয়া বৈঠক।শুক্রবার শহরটা গোলাপি। গোলাপি বলে ভারতে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ, কলকাতায়। মুখোমুখি ভারত-বাংলাদেশ। গ্যালারিতে বসে এই গোলাপি যুদ্ধ দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনে এবং বিসিসিআইয়ের আমন্ত্রণে, শুক্রবার সন্ধেয় ইডেনে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুজনে একান্তে বৈঠকও করবেন।বাংলাদেশের দীর্ঘদিনের দাবি তিস্তার পানি। তিস্তা জলবণ্টন চুক্তি এখনও না হওয়ার জেরে বারবার হাসিনা সরকারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।