ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: প্রধানমন্ত্রীর আবেদন মত সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাকর্মীদের ডিপি বদল নজরে এসেছে। এবার ১৩ থেকে
১৫ অগাস্ট পর্যন্ত 'হর ঘর তেরঙা' কর্মসূচি রুপায়নে উদ্যোগী বঙ্গ বিজেপি। সূত্রের খবর, দলীয় তহবিলের টাকায় বাজার থেকে জাতীয় পতাকা কিনে তা সাধারণ মানুষকে বিতরণ করা হবে।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' কর্মসূচি পালন করছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে স্বাধীনতা দিবসের বেশ কিছুদিন আগে থেকেই 'হর ঘর তেরঙা' কর্মসূচিকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বাংলাতেও প্রতিটি ঘরে ঘরে যাতে ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত জাতীয় পতাকা লাগানো থাকে সে ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য, বাংলার প্রতিটি মানুষের মনে দেশপ্রেম আরও জাগ্রত করার তাগিদেই সবাইকে এই কর্মসূচির আওতায় আনা।’’
আরও পড়ুন- পার্থ তদন্তে যা উঠে আসছে তা হজম করা কষ্টকর হচ্ছে...বিস্ফোরক তাপস রায়!
গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে আবেদন করে বলেন, 'প্রতিটি বাড়িতে যেন তেরঙ্গা উত্তোলন হয়। প্রধানমন্ত্রী মোদি তাঁর ট্যুইটে বলেছেন, ‘‘এই বছর আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছি। আসুন প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা আন্দোলনকে শক্তিশালী করি। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হবে 'আজাদি কা অমৃত মহোৎসব।’’
আরও পড়ুন- বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, মহার্ঘ্য ভাতা বাড়ল ত্রিপুরায় ৫ শতাংশ
গত রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেও দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বিশেষ আর্জি, ‘‘আগামী ২ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সকল নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বদলে ফেলুন। বদলে ব্যবহার করুন তেরঙ্গা পতাকার ছবি।’’ এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইল পিকচার থেকে কভার ফটোয় দেখা মিলছে জাতীয় পতাকার। আর এরই মধ্যে ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত কেন্দ্রের 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিকে বাস্তব রূপ দিতে আসরে নেমে পড়েছে বঙ্গ বিজেপি।
রাজ্য বিজেপির পক্ষ থেকে বাংলার প্রতিটি ঘরে যাতে নির্দিষ্ট দিনে সবাই জাতীয় পতাকা লাগান সে ব্যাপারে আবেদন জানানো হয়। দলীয় তহবিল থেকে জাতীয় পতাকা বিতরণের মাধ্যমে এই ফাঁকে একপ্রস্থ জনসংযোগও করে নিতে চাইছে বাংলার পদ্ম শিবির বলে মত রাজনৈতিক মহলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Independence day