• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • গণতন্ত্র ফেরানোর দাবিতে পথে বামেরা, অংশ নিল ১৩টি বাম দল

গণতন্ত্র ফেরানোর দাবিতে পথে বামেরা, অংশ নিল ১৩টি বাম দল

রাজ্যে গণতন্ত্র ফেরাতে বৃহত্তর বামফ্রন্টের প্রথম যৌথ কর্মসূচি। JNU, JU-র সমর্থনে রবিবার ১৩ বাম দলের এই মিছিল সুরেন্দ্রনাথ পার্ক থেকে শুরু হয়ে শেষ হয় মহাজাতি সদনে। মিছিল থেকে চিরাচরিত ভঙ্গিতে বিজেপি ও তৃণমূলকে বিঁধলেন বাম শীর্ষ নেতৃত্ব। মিছিলের শেষে সূর্যকান্ত মিশ্র বলেন, স্বৈরচারী কথা বলছে বিজেপি। মানুষই এর জবাব দেবেন। যাদবপুরের ঘটনা নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রশ্ন তোলেন সরকারের ভূমিকা নিয়ে ৷ তাঁর প্রশ্ন, রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না কেন? আদপে কেন্দ্র ও রাজ্য, দুই সরকার একই রকম বলে অভিযোগ করেন বিমান বসু ৷

রাজ্যে গণতন্ত্র ফেরাতে বৃহত্তর বামফ্রন্টের প্রথম যৌথ কর্মসূচি। JNU, JU-র সমর্থনে রবিবার ১৩ বাম দলের এই মিছিল সুরেন্দ্রনাথ পার্ক থেকে শুরু হয়ে শেষ হয় মহাজাতি সদনে। মিছিল থেকে চিরাচরিত ভঙ্গিতে বিজেপি ও তৃণমূলকে বিঁধলেন বাম শীর্ষ নেতৃত্ব। মিছিলের শেষে সূর্যকান্ত মিশ্র বলেন, স্বৈরচারী কথা বলছে বিজেপি। মানুষই এর জবাব দেবেন। যাদবপুরের ঘটনা নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রশ্ন তোলেন সরকারের ভূমিকা নিয়ে ৷ তাঁর প্রশ্ন, রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না কেন? আদপে কেন্দ্র ও রাজ্য, দুই সরকার একই রকম বলে অভিযোগ করেন বিমান বসু ৷

রাজ্যে গণতন্ত্র ফেরাতে বৃহত্তর বামফ্রন্টের প্রথম যৌথ কর্মসূচি। JNU, JU-র সমর্থনে রবিবার ১৩ বাম দলের এই মিছিল সুরেন্দ্রনাথ পার্ক থেকে শুরু হয়ে শেষ হয় মহাজাতি সদনে। মিছিল থেকে চিরাচরিত ভঙ্গিতে বিজেপি ও তৃণমূলকে বিঁধলেন বাম শীর্ষ নেতৃত্ব। মিছিলের শেষে সূর্যকান্ত মিশ্র বলেন, স্বৈরচারী কথা বলছে বিজেপি। মানুষই এর জবাব দেবেন। যাদবপুরের ঘটনা নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রশ্ন তোলেন সরকারের ভূমিকা নিয়ে ৷ তাঁর প্রশ্ন, রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না কেন? আদপে কেন্দ্র ও রাজ্য, দুই সরকার একই রকম বলে অভিযোগ করেন বিমান বসু ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: রাজ্যে গণতন্ত্র ফেরাতে বৃহত্তর বামফ্রন্টের প্রথম যৌথ কর্মসূচি। JNU, JU-র সমর্থনে রবিবার ১৩ বাম দলের এই মিছিল সুরেন্দ্রনাথ পার্ক থেকে শুরু হয়ে শেষ হয় মহাজাতি সদনে। মিছিল থেকে চিরাচরিত ভঙ্গিতে বিজেপি ও তৃণমূলকে বিঁধলেন বাম শীর্ষ নেতৃত্ব। মিছিলের শেষে সূর্যকান্ত মিশ্র বলেন, স্বৈরচারী কথা বলছে বিজেপি। মানুষই এর জবাব দেবেন। যাদবপুরের ঘটনা নিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রশ্ন তোলেন সরকারের ভূমিকা নিয়ে ৷ তাঁর প্রশ্ন, রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না কেন? আদপে কেন্দ্র ও রাজ্য, দুই সরকার একই রকম বলে অভিযোগ করেন বিমান বসু ৷

  জেএনইউয়ের এই ইস্যুকে হাতিয়ার করেই রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে বৃহত্তর বামফ্রন্টের মহামিছিল বেরল শহরে। সুরেন্দ্রনাথ পার্ক থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলে পা মেলান বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। একদিকে কংগ্রেসের সঙ্গে জোট-কথা। অন্যদিকে, বাইরের বন্ধুর চেয়ে নিজেদের ঘর গোছাতে মরিয়া সিপিএম। এই অবস্থায় সুরেন্দ্রনাথ পার্ক থেকে মহাজাতি সদন পর্যন্ত ১৩টি বাম দলের মিছিলে অংশ নিল এসইউসি,সিপিআইএমএল।

  কংগ্রেসের সঙ্গে সরাসরি জোট হচ্ছে না। স্থানীয় স্তরে অবশ্য জোট করতে উদ্যোগী সিপিএম। কেন্দ্রীয় কমিটির বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার বৃহত্তর বামফ্রন্ট গঠনের তৎপরতা শুরু করে দেয় বাম দলগুলি। সেদিনের বৈঠকে সিপিআইএমএল ও এসইউসিআইয়ের সঙ্গে যৌথভাবে রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা করে বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে জোটের জল্পনায় বামফ্রন্টের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল এসইউসিআই। একইভাবে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েও কংগ্রেস বিরোধীতায় পিছিয়ে যায় সিপিএমআইএলও। বিধানসভা ভোট নজরে রেখে নতুন ধাপ হিসাবে তাদের সঙ্গী করতে তৎপর হল সিপিএম। সেই ডাকে সাড়াও মিলেছে। রবিবারের মহামিছিলে অংশ নেয় এই দুটি দল। এদিনের মিছিল থেকে জেএনইউ, জেইউর ঘটনায় বিজেপির বিরুদ্ধে সমালোচনায় মুখর বাম নেতৃত্ব। যাদবপুরকাণ্ডে সরকারকে কটাক্ষ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘কেন্দ্র ও রাজ্য, দুই সরকার একই রকম ৷ মাইনে দেয় বলে ইচ্ছে মতো লোক বসাতে চায় ৷’ বামফ্রন্টের অস্তিত্ব নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, ‘বলা হচ্ছিল, বামেদের চোখে দেখা যাচ্ছে না ৷ আজ দূরবীন লাগিয়ে মিছিলের শেষ দেখতে পারছি না ৷’

  পাশাপাশি, আবারও অস্বস্তিতে কংগ্রেস। শুক্রবারের পর রবিবার ফের জোটবিরোধী পোস্টার পড়ে বিধানভবনে। উঃ ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটির সম্পাদক আশিস সেনগুপ্তের নামে পোস্টারের টার্গেট অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস আলিমুদ্দিনের নির্দেশে চলছে বলে কটাক্ষ করা হয়েছে পোস্টারে।

  First published: