হোম /খবর /কলকাতা /
মোদির গড়েই হার! বিধান পরিষদের দুটি আসনেই পরাজিত বিজেপি

মোদির গড়েই হার! বিধান পরিষদের দুটি আসনেই পরাজিত বিজেপি

কে বিপদঘণ্টি মনে করছে গেরুয়াশিবিবরের কেউ কেউ, রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন এই ঘটনা তাৎপর্যপূর্ণ।

  • Last Updated :
  • Share this:

লখনউ: অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির কাছে হার! তাও যে সে জায়গা নয়, গেরুয়া শিবির হারের মুখোমুখি মোদির কেন্দ্র বারাণসীতেই! হ্যাঁ, উত্তরপ্রদেশের বিধানপরিষদের নির্বাচনে এমন ঘটনাই ঘটল। অভিঘাত কম হলেও, একে বিপদঘণ্টি মনে করছে গেরুয়াশিবিবরের কেউ কেউ, রাজনৈতিক পর্যবেক্ষকরাও মনে করছেন এই ঘটনা তাৎপর্যপূর্ণ।

উত্তরপ্রদেশের বিধানপরিষদের নির্বাচন ছিল গত ৩ ডিসেম্বর। মোট ১৯৯ জন প্রার্থী এই ভোটে লড়াই করেন। মোট লড়াই ছিল ১১টি কেন্দ্রে। এর মধ্যে ৯টি আসনের ফল পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিজেপি ৪টি, সমাজবাদী পার্টি ৩ টি এবং নির্দল প্রার্থীরা ২টি আসনে জিতেছে। বারাণসীর যে দুটি আসনে বিজেপি হেরেছে, গত দশ বছর সেই আসনে দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা, এই কারণেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সমাদবাদী পার্টির বিজিত দুই নেতার নাম আশুতোষ সিংহ, লালবিহারী যাদব।

উত্তরপ্রদেশে অনেকদিন ক্ষমতায় নেই অখিলেশ যাদবের দল। কিন্তু যোগীর রাজ্যে তাঁদের অস্তিত্ব যে এখনও বিলীন হয়নি, বরং এখান থেকেই নতুন করে ঘুরে দাঁড়ানো যেতে পারে, তাই প্রমাণ করল এই ভোটগণিত, এমনটাই বলছেন অখিলেশ এবং তাঁর সঙ্গীরা।

Published by:Arka Deb
First published:

Tags: BJP, Narendra Modi