Home /News /kolkata /
৮৪তম বছরে চোরবাগানের দৃষ্টি সৃষ্টিতে, এবারের পুজোয় মণ্ডপে ফুটে উঠবে সৃষ্টির বিভিন্ন রূপ

৮৪তম বছরে চোরবাগানের দৃষ্টি সৃষ্টিতে, এবারের পুজোয় মণ্ডপে ফুটে উঠবে সৃষ্টির বিভিন্ন রূপ

২ জুন খুঁটিপুজোতে শুরু হয়েেছ উৎসবের প্রস্তুতি। ৮৪ম বছরে চোরবাগানের দৃষ্টি সৃষ্টিতে। শিল্পী দেবতোষ করের ভাবনায় মণ্ডপে ফুটে উঠবে সৃষ্টির বিভিন্ন রূপ।

 • Share this:

  #কলকাতা: নদী, পাহাড়, জঙ্গল, জনপদ এই সবই সৃষ্টি। আর এই সৃষ্টি নিয়েই ৮৪ তম বছরে নিজেদের থিম সাজিয়েছে চোরবাগান সর্বজনীন। শিল্পী দেবতোষ করের ভাবনায় দৃষ্টি থাক সৃষ্টিতেই।

  চোরবাগান। আদি কলকাতার অন্যতম খাস জনপদ। এই শহর তখনও থিমের পুজোতে অভ্যস্ত নয়। সেই সময় থেকেই পুজোতে চমক দিচ্ছে এই কমিটি। সালটা ছিল ২০০১। এই মাঠের উপরেই খড় দিয়ে প্যান্ডেল করে প্রথমবার চমক দিয়েছিল চোরবাগান। তারপর আর ফিরে তাকাতে হয়নি।

  ২ জুন খুঁটিপুজোতে শুরু হয়েেছ উৎসবের প্রস্তুতি। ৮৪ম বছরে চোরবাগানের দৃষ্টি সৃষ্টিতে। শিল্পী দেবতোষ করের ভাবনায় মণ্ডপে ফুটে উঠবে সৃষ্টির বিভিন্ন রূপ।

  একদা বনেদিয়ানার উঠোন বলেই পরিচিত উত্তরের এই চোরবাগান। সাবেক স্বপ্নে এখন থিমের থাবা। তবুও মায়ের মুখে থাকবে বনেদিয়ানার ছাপ।

  আভিজাত্যের সামিয়ানায় ঐতিহ্যের উৎসব। এই ক্যাচলাইনে চোরবাগান আলোয় সাজাবেন দীনেশ পোদ্দার। আবহ তৈরি করেছেন দেবজ্যোতি মিশ্র।

  First published:

  Tags: Durga Puja 2019, Durga Puja Theme 2019

  পরবর্তী খবর