#কলকাতা: তৎপর পুলিশ ঘুরছে এলাকায় এলাকায়। তাদের চোখে ফাঁকি দিয়ে চলছে চোর-পুলিশ খেলা। তাই কোথাও বাজারে ভিড় হঠাতে লাঠি হাতে নেমে পড়ল প্রমীলা বাহিনী। কোথাও আবার মাস্ক ছাড়া বাজারে যাওয়ায় রাস্তায় দাঁড় করিয়ে ব্যায়াম করাল পুলিশ।
জরুরি কাজ ছাড়া বাইরে বেরলে বা মাস্ক না পরলেই করতে হচ্ছে শরীরচর্চা। তা-ও আবার মাঝরাস্তায় দাঁড়িয়ে। লকডাউনের বারুইপুরে পুলিশের অভিনব ভাবনা। বারুইপুরের পদ্মপুকুর মোড়ে চোখে পড়ল এই ছবি।
পুলিশের নড়াচড়াতেও কাজ হচ্ছে না। বাজারে বাজারে উপচে পরা ভিড়। সোমবার নিউটাউনের গৌরাঙ্গনগর বাজারে তাই লাঠি হাতে সক্রিয় প্রমীলা বাহিনী। লকডাউনের সময় নিয়ম মানতে কত নিয়ম ভাঙা কাজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Lockdown, Mask