#কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দেশ উত্তাল৷ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভায় তীব্র আক্রমণ করছেন বিজেপি-কে৷ সিএএ-র বিরোধিতা তুঙ্গে মমতার৷ বৃহস্পতিবার তিনি ঘোষণা করেন, নাগরিকত্ব আইন নিয়ে গণভোট হোক৷ এরপরই রাজ্যপাল জগদীপ ধনখড় ট্যুইট করে জানান, মুখ্যমন্ত্রী গণভোটের দাবি প্রত্যাহার করুন অবিলম্বে৷ কারণ নাগরিকত্ব বিল আইনে পরিণত হয়ে গিয়েছে৷ বিজেপি-ও তীব্র বিরোধিতা করেন মমতার 'গণভোট' দাবির৷ যদিও আজ অর্থাত্ শুক্রবার মমতা ওই প্রসঙ্গে বললেন, 'গণভোটের কথা বলিনি৷ সিএএ নিয়ে জনমত সমীক্ষার কথা বলেছি৷'
It will be historic blunder to seek outside intervention in any form when in our mature functional democracy constitution provides for effective efficacious remedy for all situations. In this case Supreme Court is already seized of it. I reiterate my appeal to CM for withdrawal.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2019
মমতার কথায়, 'গণভোট নয়, জনসমীক্ষা৷ সিএএ নিয়ে জনমত সমীক্ষার কথা বলেছি৷ মানবাধিকার সংগঠন সমীক্ষা করুক৷ রাষ্ট্রসংঘের পর্যবেক্ষণে অরাজনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে সমীক্ষা হোক৷' এরপরই সিএএ বিরোধিতায় হিংসাত্মক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মমতা বলেন, 'গোলমাল সাজাচ্ছে বিজেপি৷ বিজেপি লোক ঢুকিয়ে গোলমাল করাচ্ছে৷ বিশেষ সম্প্রদায়ের পোশাক পরে৷ তারা ট্রেনে ইট ছুড়ছে৷ সেই ভিডিও দেখিয়ে উত্তেজনা তৈরি করা হচ্ছে৷ কোনও প্ররোচনায় পা দেবেন না৷'
পার্ক সার্কাসে জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'বিজেপি নাগরিকত্ব দেওয়ার কে? দেশ জ্বলছে, দায় বিজেপির৷ সবাই এক হলেই বিজেপি-র খেলা বন্ধ হয়ে যাবে৷ কতজনকে দেশ থেকে তাড়াবেন? কেউ প্ররোচনায় পা দেবেন না৷ বিজেপি-র কাছে সব তথ্য আছে?'
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে পথে নেমেই আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস৷ ২৩ ডিসেম্বর সিএএ-এনআরসি বিরোধী মিছিল করবে তৃণমূল৷ এরপর প্রতিদিন সারা বাংলায় একের পর এক কর্মসূচি করবে তৃণমূল৷ ২৮ ও ২৯ ডিসেম্বর সব বিধানসভা কেন্দ্রে ধর্না হবে৷ মমতা জানান, পয়লা জানুয়ারি নাগরিক দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA protest, Citizenship Amendment Act, Mamata Banerjee