#নিউটাউন: স্ত্রীকে নিয়মিত ধর্ষণ করত এক প্রতিবেশী৷ তা জানতে পেরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামী৷ ধর্ষককে খুনের জন্য আগ্নেয়াস্ত্রও কেনা হয়ে গিয়েছিল৷ কিন্তু গুলি কিনতে এসেই পুুলিশের হাতে গ্রেফতার হতে হল স্বামীকে৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নিউটাউনের হাতিয়াড়া এলাকায়৷ গুলি কিনতে এসে পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই দম্পতি৷ তাদের জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷
জানা গিয়েছে, ধৃত দম্পতির বাড়ি বরানগরের ন'পাড়া এলাকায়৷ সেখানে একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা৷ অভিযোগ ওই একই বাড়ির ভাড়াটে এক যুবক বেশ কিছুদিন ধরে লাগাতার প্রতিবেশী এই গৃহবধূকে ধর্ষণ করত৷ প্রথমে লজ্জায় স্বামীকে কিছু বলতে পারেননি নির্যাতিতা৷ কিন্তু কয়েকদিন আগে সবকিছু স্বামীকে খুলে বলেন তিনি৷ প্রতিবেশী দু' একজনও বিষয়টি ওই গৃহবধূর স্বামীকে জানায়৷
পেশায় ফুচকা বিক্রেতা অভিযুক্ত ওই যুবককে শায়েস্তা করতে তাকে খুনের ছক কষে দম্পতি৷ সেই মতো প্রথমে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি কেনেন তাঁরা৷ কিন্তু একটি গুলিতে মৃত্যু নিশ্চিত নয় ভেবে আরও গুলি কেনার পরিকল্পনা করেন তাঁরা৷ সেই মতো বৃহস্পতিবার গভীর রাতে হাতিয়াড়া এলাকায় আসে ওই দম্পতি৷
অত রাতে ওই দম্পতিকে এলাকায় দেখে সন্দেহ হয় ইকো পার্ক থানার টহলদারি পুলিশকর্মীদের৷ দু' জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা৷ অসংলগ্ন কথাবার্তা বলায় দম্পতিকে আটক করে ইকো পার্ক থানায় নিয়ে আসা হয়৷ সেখানে জেরা করতেই ভেঙে পড়ে ওই দম্পতি৷ গোটা ঘটনার কথা পুলিশকর্মীদের সামনে স্বীকার করে নেন তাঁরা৷ স্ত্রীর ধর্ষণের প্রতিশোধ নিতেই প্রতিবেশী যুবককে খুন করার পরিকল্পনা তাঁরা করেছিলেন বলে স্বীকার করে নেন স্বামী৷ জেরার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ৷
ওই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ধর্ষণেরও একটি মামলা দায়ের করেছে পুলিশ৷ ধর্ষণে অভিযুক্ত যুবকের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে৷
Anup Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।