হোম /খবর /কলকাতা /
লাগাতার স্ত্রীকে ধর্ষণ করত যুবক, বদলা নিতে গুলি কিনতে এসে নিউটাউনে ধৃত স্বামী

লাগাতার স্ত্রীকে ধর্ষণ করত যুবক, বদলা নিতে গুলি কিনতে এসে নিউটাউনে ধৃত স্বামী

ধৃত দম্পতির বাড়ি বরানগরের ন'পাড়া এলাকায়৷ সেখানে একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা৷

  • Last Updated :
  • Share this:

#নিউটাউন: স্ত্রীকে নিয়মিত ধর্ষণ করত এক প্রতিবেশী৷ তা জানতে পেরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামী৷ ধর্ষককে খুনের জন্য আগ্নেয়াস্ত্রও কেনা হয়ে গিয়েছিল৷ কিন্তু গুলি কিনতে এসেই পুুলিশের হাতে গ্রেফতার হতে হল স্বামীকে৷

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নিউটাউনের হাতিয়াড়া এলাকায়৷ গুলি কিনতে এসে পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই দম্পতি৷ তাদের জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷

জানা গিয়েছে, ধৃত দম্পতির বাড়ি বরানগরের ন'পাড়া এলাকায়৷ সেখানে একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা৷ অভিযোগ ওই একই বাড়ির ভাড়াটে এক যুবক বেশ কিছুদিন ধরে লাগাতার প্রতিবেশী এই গৃহবধূকে ধর্ষণ করত৷ প্রথমে লজ্জায় স্বামীকে কিছু বলতে পারেননি নির্যাতিতা৷ কিন্তু কয়েকদিন আগে সবকিছু স্বামীকে খুলে বলেন তিনি৷ প্রতিবেশী দু' একজনও বিষয়টি ওই গৃহবধূর স্বামীকে জানায়৷

পেশায় ফুচকা বিক্রেতা অভিযুক্ত ওই যুবককে শায়েস্তা করতে তাকে খুনের ছক কষে দম্পতি৷ সেই মতো প্রথমে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি কেনেন তাঁরা৷ কিন্তু একটি গুলিতে মৃত্যু নিশ্চিত নয় ভেবে আরও গুলি কেনার পরিকল্পনা করেন তাঁরা৷ সেই মতো বৃহস্পতিবার গভীর রাতে হাতিয়াড়া এলাকায় আসে ওই দম্পতি৷

অত রাতে ওই দম্পতিকে এলাকায় দেখে সন্দেহ হয় ইকো পার্ক থানার টহলদারি পুলিশকর্মীদের৷ দু' জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা৷ অসংলগ্ন কথাবার্তা বলায় দম্পতিকে আটক করে ইকো পার্ক থানায় নিয়ে আসা হয়৷ সেখানে জেরা করতেই ভেঙে পড়ে ওই দম্পতি৷ গোটা ঘটনার কথা পুলিশকর্মীদের সামনে স্বীকার করে নেন তাঁরা৷ স্ত্রীর ধর্ষণের প্রতিশোধ নিতেই প্রতিবেশী যুবককে খুন করার পরিকল্পনা তাঁরা করেছিলেন বলে স্বীকার করে নেন স্বামী৷ জেরার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ৷

ওই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ধর্ষণেরও একটি মামলা দায়ের করেছে পুলিশ৷ ধর্ষণে অভিযুক্ত যুবকের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে৷

Anup Chakraborty

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Crime, New Town, Rape