#কলকাতা: স্ত্রী সন্তানসম্ভবা আর এর মাঝেই বৌদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে স্বামী ৷ নিত্যদিন বৌদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে যায় স্ত্রীর ৷ এরপর থেকেই সংসারে ঝামেলা অশান্তি লেগেই ছিল ৷ সন্তান জন্মানোর পরও পরিস্থিতিতে কোনও বদল হয়নি ৷ নিত্যদিন বাড়িতে অশান্তি লেগেই ছিল ৷ বুধবার ঘটনা চরম পর্যায় পৌঁছয় ৷
আরও পড়ুন: ৫৫০০ নার্সিং স্টাফ নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার
রাগের জেরে শিশুর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করায় মৃত্যু হয় শিশুটির ৷
আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস
অভিযোগ স্ত্রীকে জোর করে কেরোসিন খাইয়ে খুন করারও চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলা এলাকায়।
আরও পড়ুন: মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পুরুষ কর্মীদের নিয়োগ নিয়ে বিতর্ক
গত বছর বিয়ে করেন অভিযুক্ত ব্যক্তি ৷ এরপর স্ত্রী সন্তান সম্ভবা হয়ে পড়ায় বৌদির সঙ্গে সম্পর্ক গড়ে উঠে ৷ দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকায় আপত্তি জানায় স্ত্রী ৷ প্রতিবাদ করায় তার উপর শুরু হয় অত্যাচার ৷ ঘটনার দিন খাটের উপর শুয়ে ছিল ছোট্ট শিশুটি ৷ সেই সময় তার মাথায় আঘাত করেন অভিযুক্ত ৷ এর জেরে মৃত্যু হয় তার ৷ এরপর স্ত্রীকে মারার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।