corona virus btn
corona virus btn
Loading

দরজা ভাঙতেই স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ, সোদপুরে চাঞ্চল্য

দরজা ভাঙতেই স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ, সোদপুরে চাঞ্চল্য
আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী

দেখা যায়, শিপ্রাদেবী ঘরের জানলার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন৷ বিপ্লব চক্রবর্তীর দেহ ঝুলছে ফ্যানের সঙ্গে৷ মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ৷

  • Share this:

#সোদপুর: একই সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সোদপুরের ইন্দ্রলোক এলাকায়৷ ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ৷ মৃতদের নাম বিপ্লব চক্রবর্তী (৫০) ও শিপ্রা চক্রবর্তী (৪০)৷ শনিবার সকালে গলায় দড়ি অবস্থায় দু জনের দেহ উদ্ধার হয়েছে৷

বছর খানেক আগে সোদপুরে ইন্দ্রলোকে বাড়ি ভাড়া নেন বিপ্লব ও শিপ্রা৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নির্ঝঞ্ঝাটই ছিলেন দম্পতি৷ খুব বেশি মেলামেশা না-করলেও খারাপ ব্যবহার কারও সঙ্গেই করতেন না৷ শনিবার সকালে অনেক্ষণ ডাকাডাকিতেও কোনও সাড়া না-পেয়ে দরজা ভাঙা হয়৷

দেখা যায়, শিপ্রাদেবী ঘরের জানলার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছেন৷ বিপ্লব চক্রবর্তীর দেহ ঝুলছে ফ্যানের সঙ্গে৷ মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ৷

First published: July 27, 2019, 1:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर