Home /News /kolkata /
কলকাতায় প্লাস্টিকের ডিম !

কলকাতায় প্লাস্টিকের ডিম !

ডিমও এবার প্লাস্টিকের ! না কোনও গুঞ্জনে উড়ে আসা খবর নয়, বরং দক্ষিণ কলকাতার এক দোকানে পাওয়া গেল প্লাস্টিকের ডিম !

 • Share this:

  #কলকাতা: ডিমও এবার প্লাস্টিকের ! না কোনও গুঞ্জনে উড়ে আসা খবর নয়, বরং দক্ষিণ কলকাতার এক দোকানে পাওয়া গেল প্লাস্টিকের ডিম !

  মেয়ে ডিম খেতে ভালোবাসে ৷ তাই ডিম আনতে এলাকার এক দোকানে গিয়েছিলেন কড়েয়া থানা এলাকার গৃহবধূ অনিতা কুমার ৷ দোকান থেকে অন্যান্য জিনিসের সঙ্গে কিনে নিয়ে এসেছিলেন প্রায় একডজন ডিম ৷ মেয়ের বায়না ওমলেট তৈরি করতে হবে৷ অনিতাও রান্না ঘরে গিয়ে শুরু করলেন ওমলেট তৈরির প্রস্তুতি ৷ কিন্তু একী ! ডিম ভাঙতেই ভিতর থেকে তরল প্লাস্টিকের মতো এই সব কী বেরিয়ে এল ?

  egegege

  অনিতা দেবী জানিয়েছেন, ‘ডিম ভেঙে কড়াতেই দিতেই প্লাসটিক পোড়া গন্ধ ৷ কুসুমটা দেখতেও তরল প্লাস্টিকের মতো ৷ তখনই সন্দেহ হয়, এই ডিম নিশ্চয়ই প্লাসটিকের ৷ সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করি ৷ ’

  egg vis

  অনিতা দেবীর অভিযোগের ওপর ভিত্তি করে কড়েয়া থানা ডিমটি পরীক্ষার জন্য পাঠিয়েছে খাদ্য দফতরে ৷ পুলিশ জানিয়েছে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ৷

  First published:

  Tags: Egg, Kolkata, Plastic Egg

  পরবর্তী খবর