• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মেট্রোর কাজে ফাটল, কলকাতায় পর পর ভেঙে পড়ল বাড়ি

মেট্রোর কাজে ফাটল, কলকাতায় পর পর ভেঙে পড়ল বাড়ি

ভূগর্ভে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কাজের ফলে বাড়িতে ফাটলের অভিযোগ ছিল আগেই ৷ এবার ভেঙে পড়ল বাড়ি ৷ এর জেরে চরম আতঙ্ক ছড়াল বউবাজারে ৷ মেট্রোর বোয়িংয়ের জেরেই এই বিপত্তি ৷

ভূগর্ভে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কাজের ফলে বাড়িতে ফাটলের অভিযোগ ছিল আগেই ৷ এবার ভেঙে পড়ল বাড়ি ৷ এর জেরে চরম আতঙ্ক ছড়াল বউবাজারে ৷ মেট্রোর বোয়িংয়ের জেরেই এই বিপত্তি ৷

ভূগর্ভে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কাজের ফলে বাড়িতে ফাটলের অভিযোগ ছিল আগেই ৷ এবার ভেঙে পড়ল বাড়ি ৷ এর জেরে চরম আতঙ্ক ছড়াল বউবাজারে ৷ মেট্রোর বোয়িংয়ের জেরেই এই বিপত্তি ৷

 • Share this:

  #কলকাতা: মেট্রোর কাজে আতঙ্ক ৷ মধ্য কলকাতায় ভেঙে পড়ল বাড়ি ৷ ভূগর্ভে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কাজের ফলে বাড়িতে ফাটলের অভিযোগ ছিল আগেই ৷ এবার ভেঙে পড়ল বাড়ি ৷ এর জেরে চরম আতঙ্ক ছড়াল বউবাজারে ৷ মেট্রোর বোয়িংয়ের জেরেই এই বিপত্তি ৷

  রবিবার দুপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কয়েকটি বাড়ি ৷ ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের অধীনস্থ বউবাজারের দুর্গা পিটুরি লেনে ৷ বাড়ি ভাঙায় আতঙ্ক ছড়িয়েছে ওই লেনের বাকি বাসিন্দাদের মধ্যেও ৷

  শিয়ালদহ-লালবাজার অঞ্চলে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে ৷ স্থানীয়দের অভিযোগ, কোনও রকম সতর্কতা বা পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি মেট্রোর কর্তৃপক্ষ ৷ ভূগর্ভে সুড়ঙ্গ করে মেট্রোর টানেল তৈরি করার সময় ভয়ঙ্কর কাঁপুনি অনুভূত হয় ৷ তার জেরেই বাড়ির দেওয়ালে চিড় ধরে ৷ ঝুঁকে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ৷  সেই ফাটল থেকেই বাড়ি ভাঙার বিপর্যয় ৷ বাড়ি ভেঙে পড়া ও ফাটল ধরায় মেট্রো কর্তৃপক্ষের কাছে আর্থিক ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে স্থানীয়রা ৷বাসিন্দাদের অভিযোগ, আগাম নোটিশ না দিয়ে টানেল খোঁড়ার কাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ ।

  তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে আগে থেকে বাসিন্দাদের সতর্ক করা হয়েছি ল৷ নোটিসও দেওয়া হয়েছিল ৷ অর্থাৎ বাসিন্দাদের অন্ধকারে রেখে এমন কাজ যে তারা করেননি, সেটাই স্পষ্ট করা হয়েছে ৷

  বাসিন্দার বিক্ষোভের পর সেখানে পৌঁছেছেন মেট্রোর প্রতিনিধিরাও৷ ঘটনাস্থলে যায় বউবাজার থানার পুলিশ৷ সঙ্গে হাজির ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ খতিয়ে দেখতে এলাকায় পৌঁছয় পুরসভার প্রতিনিধিদল ৷ মেট্রো রেলকে দুষলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ পরিস্থিতি নিয়ে মেট্রোর রেলের সঙ্গে বৈঠকে বসেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

  আপাতত,  স্থানীয় একটি হোটেলে বাসিন্দাদের থাকার ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। টানেল খোঁড়ার কাজ শেষ হলে বাড়ি মেরামতির আশ্বাসও দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। থাকা খাওয়ার ব্যবস্থা করবে মেট্রো ৷ আপাতত দেওয়া হবে অস্থায়ী ফ্ল্যাট ৷

  First published: