রক্ত দিতেও টাকা নিচ্ছে হাসপাতাল, ছুটির দিনে কর্মী না থাকায় টাকা দাবি

রক্ত দিতেও টাকা! ছুটির দিনে কর্মী না থাকার অজুহাতে রক্তদান শিবিরের আয়োজকদের থেকে টাকা নিলেন বাঙুর হাসপাতালের

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: রক্ত দিতেও টাকা! ছুটির দিনে কর্মী না থাকার অজুহাতে রক্তদান শিবিরের আয়োজকদের থেকে টাকা নিলেন বাঙুর হাসপাতালের মেডিক্যাল অফিসার। বাধ্য হয় টাকা দিয়েই হয় রক্তদান শিবির। কোন নিয়মে এই ঘটনা? উঠছে প্রশ্ন।

    রক্তদান শিবিরে রক্তদাতাদের মাথাপিছু ২০ টাকা উৎসাহ ভাতা দেওয়ার নিয়ম। কিন্তু, উলটো বিধি বাঙুর হাসপাতালে। প্রথমে, মেডিক্যাল অফিসারের দাবি মেনে দিতে হয় টাকা। তারপর রক্তদান শিবির।

    রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে টালিগঞ্জ ডিওয়াইএফআই জোনাল কমিটি। অভিযোগ, ছুটির দিনে কর্মী না থাকার অজুহাত দেখিয়ে ১০০০ টাকা নেন হাসপাতালের মেডিক্যাল অফিসার কে কে বারুই।

    আয়োজক সংস্থার প্যাডে সই ও স্ট্যাম্প দিয়ে প্রাপ্তিও স্বীকার করেন। এমন ভাবে টাকা নেওয়ার ঘটনায় তাজ্জব রাজ্যের রক্তদান আন্দোলনের কর্মীরা। ই টিভি নিউজ বাংলায় এ খবর সম্প্রচারিত হতেই ব্যাকফুটে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত চিকিৎসকের খোঁজে গেলেও, মেলেনি কাউকে।

    First published:

    Tags: Blood, Blood Bank, Hospital