#কলকাতা: চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ ৷ ধুন্ধুমার পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ ৷
বুধবার রাতে জ্বর এবং বমি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বছর চারেকের শিশুকে ৷ সেদিনই গভীর রাতে মারা যায় শিশুটি ৷ পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল কন্যা সন্তানকে ৷ সেই গাফিলতির অভিযোগ তুলেই রাত থেকেই দফায় দফায় হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায় শিশুটির পরিবার ৷
এমনকী, ভাঙচুর চালানো হয় হাসপাতালের আইসিইউতেও ৷ হামলার জেরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ায় ৷ অন্য রোগী এবং পরিবারের লোকেরাও আতঙ্কে ছিলেন ৷ হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাসপাতালে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ৷
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child death, Park circus Hospital