• Home
  • »
  • News
  • »
  • kolkata
  • »
  • হাসপাতালের ভুলে করোনা নেগেটিভ হয়ে গেল পজিটিভ, নিয়ম মেনে সৎকার করে দিল পুরসভা

হাসপাতালের ভুলে করোনা নেগেটিভ হয়ে গেল পজিটিভ, নিয়ম মেনে সৎকার করে দিল পুরসভা

শিয়ালদহ বি আর সিং হাসপাতালের চরম গাফিলতির জেরে বদলে গেল দেহ। বদলে গেলো করোনা আক্রান্তের দেহ। করোনা নেগেটিভ দেহ হয়ে গেল পজিটিভ।

শিয়ালদহ বি আর সিং হাসপাতালের চরম গাফিলতির জেরে বদলে গেল দেহ। বদলে গেলো করোনা আক্রান্তের দেহ। করোনা নেগেটিভ দেহ হয়ে গেল পজিটিভ।

শিয়ালদহ বি আর সিং হাসপাতালের চরম গাফিলতির জেরে বদলে গেল দেহ। বদলে গেলো করোনা আক্রান্তের দেহ। করোনা নেগেটিভ দেহ হয়ে গেল পজিটিভ।

  • Share this:

#কলকাতা: শিয়ালদহ বি আর সিং হাসপাতালের চরম গাফিলতির জেরে বদলে গেল দেহ। বদলে গেলো করোনা আক্রান্তের দেহ। করোনা নেগেটিভ দেহ হয়ে গেল পজিটিভ।  পুরসভাকে নেগেটিভ রোগীর দেহ তুলে দিল হাসপাতাল । কোভিড প্রটোকল মেনে সেই দেহ সৎকারও করে দিল পুরসভা। হাওড়ার বাসিন্দা কল্পনা ভকত  কিডনির সমস্যা নিয়ে  ১ আগস্ট ভর্তি হন শিয়ালদহ বি আর সিং হাসপাতালে। ৩ তারিখ মারা যান তিনি। কিন্তু কোভিড টেস্ট না করে দেহ দেওয়া যাবে না পরিবারকে জানিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।  সেখানেই ভর্তি ছিলেন শীলা সেনগুপ্ত, যিনি মারা যান ৩১ তারিখে। শীলা দেবী কোভিড পজিটিভ হওয়ার জন্য পুরসভা প্রটোকল মেনে  তাঁর দেহ সৎকারের ব্যবস্থা করে । কিন্তু হাসপাতাল তাঁদের হাতে শীলা দেবীর দেহ তুলে দেওয়ার বদলে তুলে দেন কল্পনা ভকতের দেহ। ৫ তারিখ তাঁর সৎকার ও হয়ে যায়। ৭ তারিখ কল্পনা দেবীর করোনা রিপোর্ট আসার পর হাসপাতাল থেকে যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে। কল্পনা দেবীর জামাইরা দেহ নিতে  এসে  চমকে যান। বুঝতে পারেন তাঁদের শাশুড়ির দেহ বদল হয়ে গিয়েছে। দেহ র ট্যাগে নাম লেখা শীলা সেনগুপ্তর। চিৎকার চেঁচামেচি করতেই বেরিয়ে আসে সত্যি। শিলা সেনগুপ্তর বদলে কল্পনা ভকত এর দেহ পুরসভার হাতে তুলে দিয়েছে বি আর সিং হাসপাতাল। কোভিড প্রটোকল মেনে  সৎকার ও  করে দিয়েছেন পুরসভার কর্মীরা জানতে পেরে দিশাহীন হয়ে পড়েন পরিজনরা

হইচই শুরু হতেই ভুল স্বীকার করে বি আর সিং কর্তৃপক্ষ । বি আর সিংয়ের মেডিক্যাল ডিরেক্টর,  কলকাতা পুরসভাকে লেখা চিঠিতে স্বীকার করেছেন,শীলা সেনগুপ্তর জায়গায় ভুল করে কল্পনা ভকত এর দেহ পুরসভাকে দেওয়া হয়েছে। এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু, এরকম চরম গাফিলতি হল কীভাবে? প্রশ্ন কল্পনা ভকতের পরিবারের। তাঁরা দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন। দেহ বদলের ঘটনা নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নিয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই নারকেলডাঙা থানায় বি আর সিং হাসএপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কল্পনা ভকতের পরিবার। কোভিড পাজিটিভ হলে পরিবার-পরিজনরা দেহ পাচ্ছেন না, এবার কোভিড নেগেটিভ হওয়া সত্ত্বেও দেহ না পাওয়ার ঘটনায় হতবাক প্রত্যেককে।

Published by:Akash Misra
First published: